IND vs SL: ২০১৯ সালে শেষবার হেরেছিল ভারত, ক্যাপ্টেন রোহিতের ‘চিন্তা করো না’ বার্তা

যেন বদলে গিয়েছে দলটা (IND vs SL)। রোহিত শর্মার নেতৃত্বে টানা বারো ম্যাচ অপরাজেয় টিম ইন্ডিয়া। টি২০ ফরম্যাটে দাপুটে মেন ইন ব্লুজ ব্রিগেড।      নভেম্বরের…

short-samachar

যেন বদলে গিয়েছে দলটা (IND vs SL)। রোহিত শর্মার নেতৃত্বে টানা বারো ম্যাচ অপরাজেয় টিম ইন্ডিয়া। টি২০ ফরম্যাটে দাপুটে মেন ইন ব্লুজ ব্রিগেড। 

   

নভেম্বরের ২০২১ থেকে একটাও টি২০ ম্যাচে হারেনি ভারত। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও এসেছে জয়। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। 

সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ থেকে শুরু হয়েছিল জয়ের এই ধারা। সেই ম্যাচ তিনটিতে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে পরাজিত করেছিল ভারত। দ্য মেন ইন ব্লু তারপরে নভেম্বরে নিউজিল্যান্ডকে এবং ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে পরাজিত করে তিন ম্যাচের প্রতিযোগিতায় হোয়াইটওয়াশ করেছিল বিপক্ষকে। বারো ম্যাচ জয়ের রেকর্ড লেখা হয় ইতিহাসের পাতায়। অতীতে আফগানিস্তানেরও এই নজির ছিল। 

IND vs SL
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়া।

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টানা সবথেকে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছেন। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে টি-টোয়েন্টিতে টানা ১২টি ম্যাচ জয়ের রেকর্ডে নেতৃত্ব দিয়েছিলেন। রোহিতের বিজয় দৌড়ের সূচনা ২০১৯ সালে । বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতকে দু’টি জয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগাতে চাইছেন ক্যাপ্টেন শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে তিনি বলেছেন, ‘অতীতে আমরা পিছিয়ে পড়েছিলাম। তবে ছেলেদের একটা বিষয় নিশ্চিত করে দেওয়া জরুরি ছিল যে, দলে তাদের জায়গা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।’