জামশেদপুর ফিরবেন ওয়েন কোয়েল? প্রবল সম্ভাবনা

শেষ মরসুমে ভালো ফুটবল খেলে ও ট্রফি জেতা সম্ভব হয়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC)। গতবারের কলিঙ্গ সুপার কাপে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি…

chennaiyin fc coach owen coyle

শেষ মরসুমে ভালো ফুটবল খেলে ও ট্রফি জেতা সম্ভব হয়নি জামশেদপুর এফসির (Jamshedpur FC)। গতবারের কলিঙ্গ সুপার কাপে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করার পর ট্রফি নির্ণায়ক ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে। সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। সেজন্য অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলারদের সাথে সমানভাবেই নজর দেওয়া হয় ভারতীয় ফুটবলার নির্বাচনে।

শেষ কিছু সপ্তাহ ধরে সেইমতো একাধিক দেশীয় ফুটবলারদের যুক্ত করা হতে থাকে দলের সঙ্গে। যাদের মধ্যে রয়েছেন নিশু কুমার থেকে শুরু করে সার্থক গোলুই ও ভিন্সি ব্যারেটোর মতো ফুটবলাররা‌। বলতে গেলে এবারের এই ডুরান্ড কাপে তাঁদের সামনে রেখেই চূড়ান্ত সাফল্য পেতে চাইছে শিল্পনগরীর এই ফুটবল দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল জামশেদপুর। সম্পূর্ণ সময় শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় সুনিশ্চিত করে প্রনয় হালদাররা। সেই নিয়ে যথেষ্ট খুশি সকল সমর্থকরা। প্রথম ম্যাচের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকল ফুটবলারদের।

   

তবে খালিদ জামিলের কোচিং করানো নিয়ে দেখা দিয়েছে ব্যাপক অনিশ্চয়তা। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই জাতীয় দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী আবেদনপত্র জমা করেছে ভারত সহ একাধিক বিদেশি হাইপ্রোফাইল কোচ। যতদূর খবর, এক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় কোচ খালিদ জামিল। উল্লেখ্য, শেষ কিছু বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছেন খালিদ। আইলিগের পাশাপাশি কোচিং করিয়েছেন আইএসএলের একাধিক ফুটবল দলে।

Advertisements

যার মধ্যে গত সিজনে জামশেদপুর এফসিকে সুপার কাপ ফাইনালিস্ট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। স্বাভাবিকভাবেই তার উপর বিশেষ নজর থাকবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। প্রশ্ন উঠতে শুরু করেছে খালিদ জামিল ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব পেলে কে হবেন জামশেদপুরের নতুন কোচ? বিভিন্ন মাধ্যম সূত্রে এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে ওয়েন কোয়েলের (Owen Coyle) নাম। গত সিজনে চেন্নাইয়িন এফসির দায়িত্বে ছিলেন এই ইংলিশ কোচ। তবে নতুন সিজনে আর তাঁকে দলে রাখতে আগ্ৰহী ছিল না দক্ষিণের এই ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ছিন্ন হয় এই কোচের সঙ্গে। মনে করা হচ্ছে এবার হয়তো তাঁকে ফেরানোর পরিকল্পনা রয়েছে জামশেদপুর দলের। যদিও চূড়ান্ত নয় বিষয়টি।