আইপিএলে ধোনির খেলা কি তবে অনিশ্চিত ? চাঞ্চল্যকর বার্তা চেন্নাই সিইওর

তাঁর আবির্ভাবের আগে রাঁচি নামের ছোট্ট শহরটার নাম ক’জন শুনেছে গোটা বিশ্বে, সেটা বোধহয় গুনে ফেলতে খুব বেশি বেগ পেতে হবে না। আর তাঁর নামটাই…

Will MS Dhoni Play IPL 2025? CSK CEO Kasi Viswanathan Hints at Decision Before 31 October Ahead of Mega Auction

তাঁর আবির্ভাবের আগে রাঁচি নামের ছোট্ট শহরটার নাম ক’জন শুনেছে গোটা বিশ্বে, সেটা বোধহয় গুনে ফেলতে খুব বেশি বেগ পেতে হবে না। আর তাঁর নামটাই এত বড় একটা সাইনবোর্ড যে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অল্পবিস্তর শোনেননি, এমন মানুষও খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৫-এ খেলবেন কি না, তা নিয়ে চেন্নাই সুপার কিংস (CSK) এবং তার ভক্তদের মধ্যে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে।

সম্প্রতি, সিএসকে (CSK)-এর সিইও কাশী বিশ্বনাথন ধোনির পরবর্তী মৌসুমে খেলার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন (MS Dhoni IPL 2025 Update)। ধোনিকে আনক্যাপড প্লেয়ার তালিকায় রাখা হতে পারে এমন জল্পনা তৈরি হয়েছিল, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আলোচনার শীর্ষে পৌঁছেছে।

   

গতকাল এবিষয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, “আমরাও ধোনিকে CSK-এর হয়ে খেলতে দেখতে চাই, কিন্তু তিনি এখনও খেলবেন কি না সেবিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। ৩১ অক্টোবরের আগে আমি আপনাদের সব কিছু জানিয়ে দেব। আমরা আশা করছি, তিনি খেলবেন।”

ধোনিকে না খেলালে হয়ত কিউয়ি উইকেটকিপার ডেভন কনওয়েকে গ্লাভস হাতে জাদেজা-চাহারদের নির্দেশ দিতে দেখা যেতে পারে। একইসাথে নতুন কোনো খেলোয়াড়ের আগমন ঘটতে পারে চেন্নাই শিবিরে। তবে বিগত মরশুমে ব্যাট হাতে সেভাবে জ্বলে ওঠেনি সাবেক এই অধিনায়কের ব্যাট। ফলত প্লে অফের লড়াইয়ে থেকেও শূন্য হাতে ফিরতে হয়েছিল ইয়োলো আর্মিকে।

বিসিসিআই নতুন রিটেনশন পলিসি চালু করার পর জানিয়ে দিয়েছে যে, ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। তাই, আগামী সপ্তাহের মধ্যেই ধোনির আইপিএল ২০২৫-এ খেলার বিষয়ে একটি স্পষ্ট আপডেট পাওয়া যেতে পারে।

নিউজিল্যান্ডের কাছে হারের পর পিচ কিউরেটরদের তোপ দাগলেন মাঞ্জরেকর

বিসিসিআই যখন আইপিএল দলগুলির মালিকদের সাথে একটি বৈঠক করেছিল, তখন গুঞ্জন উঠেছিল যে CSK আনক্যাপড প্লেয়ার নিয়ম পুনরায় চালু করার অনুরোধ করেছে। কিন্তু পরে প্রকাশিত হয় যে বিসিসিআই নিজেই এই নিয়মটি ফিরিয়ে আনতে চেয়েছিল। এই নিয়ম অনুসারে, যাঁরা গত পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তাদের আনক্যাপড প্লেয়ারের তালিকায় রাখা হবে।

রোহিত শর্মার রণকৌশল নিয়ে বড়সড় ‌প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর

এখনও নিশ্চিত নয় যে ধোনিকে CSK আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করবে কি না, বা তার জন্য অন্য কোনো পরিকল্পনা করা হবে। যদি ধোনি (MS Dhoni IPL 2025 Update) আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন হন, তবে তাঁর বেতন কমে ৪ কোটি টাকা হতে পারে, যেখানে গত মরশুমে তিনি ১২ কোটি টাকা বেতন পেয়েছিলেন।