অনবদ্য ফুটবল খেলে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচেই তাঁরা আটকে দেয় মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়া শিবিরকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ছন্দ। ঠিক পরের ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয় পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।
তারপর কেরালা ব্লাস্টার্স হোক কিংবা হায়দরাবাদ এফসি। ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে পরাজয়ের সংখ্যা। মাঝে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে গোলশূন্য ফলাফলে মাঠ ছাড়লেও পরের ম্যাচে ফের পরাজিত হতে হয় আন্দ্রে চেরনিশভের ছেলেদের। হিসাব অনুযায়ী গত তিনটে ম্যাচেই পরাজিত হয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ সকলে। এই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর গতবারের আইলিগ জয়ীরা। সেই অনুসারে আগামী ১৫ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মহামেডান।
এখান থেকেই হয়তো ঘুরে দাঁড়াতে চাইবেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। সেইমতো গোটা দলকে প্রস্তুত করছেন তিনি। কিন্তু আইএসএলের প্রথম থেকেই সকলকে চিন্তায় রাখছে দলের আপফ্রন্ট। মরসুম শুরুর আগে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে সই করানো হলেও তাঁদের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় মহামেডান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেক্ষেত্রে বেশকিছু ফুটবলারদের বদল করার পরিকল্পনা নিতে পারে কলকাতা ময়দানের এই প্রধান। তবে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়।
বিশেষ সূত্র মারফত খবর, এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এবার এক ভারতীয় মিডফিল্ডারকে রিলিজ করে দিতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি অমরজিৎ সিং কিয়াম (Amarjit Singh Kiyam)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শোনা যাচ্ছে, বছর তেইশের এই ফুটবলারের পারফরম্যান্স নিয়ে নাকি খুব একটা সন্তুষ্ট নন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। সেজন্য, তাঁকে রিলিজ করে কিংবা লোন ডিলে অন্যত্র পাঠানোর পরিকল্পনা করতে পারে রেড রোডের এই ফুটবল ক্লাব। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।
Reports suggest Mohammedan SC might release Indian midfielder Amarjit Singh Kiyam during the winter transfer window due to underwhelming performances. Coach Andre Chernyshov is preparing the squad for a comeback.