অনিশ্চিত ইউস্তে, পঞ্জাব ম্যাচে রক্ষণে ফিরবেন লালচুংনুঙ্গা?

চেন্নাইয়িন ম্যাচের হতাশা ভুলে গত রবিবার জয়ের সরণিতে ফিরেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গত রবিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ডার্বি ম্যাচ জয় করেছে ময়দানের এই প্রধান। অনায়াসেই তাঁরা পরাজিত করেছে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংকে। যা কিছুটা হলেও খুশি করেছে সকল সমর্থকদের। আইএসএলের সুপার সিক্সে যাওয়ার কোনও সম্ভাবনা না থাকলেও বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করে টুর্নামেন্ট শেষ করাই এখন অন্যতম লক্ষ্য অস্কার ব্রুজনের। সেক্ষেত্রে পরবর্তীতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের আগে খেলোয়াড়দের আরও কিছুটা দেখে নিতে পারবেন ইস্টবেঙ্গল কোচ।

   

সেই অনুযায়ী আগামী শনিবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে সৌভিক চক্রবর্তীরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে দুইটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছিল মশাল ব্রিগেড। এবার পাঞ্জাবের মাঠে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। অন্যদিকে, প্রথম লেগের বদলা নেওয়ার লক্ষ্য থাকবে ফুলগা ভিদালদের।

তবে চোটের সমস্যায় এখনও নাজেহাল পরিস্থিতি গতবারের সুপার কাপ জয়ীদের। গত কয়েকদিন আগেই দলের অনুশীলনে দৌড়াতে গিয়ে চোট পেয়েছিলেন ভেনেজুয়েলার তারকা ফরোয়ার্ড রিচার্ড সেলিস। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। এছাড়াও এখনও চোট সমস্যা রয়েছে দলের উইঙ্গার নন্দকুমার সেকার থেকে শুরু করে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের। গত কয়েকদিন দলের অনুশীলনে উপস্থিত থাকলেও দলের ফিজিওর সাথে আলোচনা করার পাশাপাশি অধিকাংশ সময় সাইড লাইনেই কাটাতে দেখা গিয়েছিল তাঁকে।

এই পরিস্থিতিতে পাঞ্জাব এফসির বিপক্ষে আদৌ তাঁকে নামানো হবে কিনা সেই নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে আনোয়ার আলির পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে আরেক ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। বলাবাহুল্য, গত চেন্নাইয়িন ম্যাচের শেষের দিকেই লাল কার্ড দেখতে হয়েছিল লালচুংনুঙ্গাকে‌। যারফলে খেলতে পারেননি গত মহামেডান ম্যাচ। সব ঠিকঠাক থাকলে এবার দলে ফিরতে পারেন পাঞ্জাব ম্যাচেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন