Mohun Bagan squad update: আদৌও মোহনবাগান ছাড়বেন দীপক টাংরি?

সপ্তাহ কয়েক আগেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই জয়ের সুবাদে টানা দুইবার আইএসএলের লিগ শিল্ড জয় করেছে কলকাতা ময়দানের…

deepak tangri

সপ্তাহ কয়েক আগেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই জয়ের সুবাদে টানা দুইবার আইএসএলের লিগ শিল্ড জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। নিঃসন্দেহে যা বড়সড় চমক। বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে টানা দুইটি সিজনে শিল্ড জয় করেছে মোহনবাগান। তবে সেখানেই শেষ নয় সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করার রেকর্ড ও করে ফেলেছে জোসে মোলিনার ছেলেরা। সেই নিয়ে যথেষ্ট খুশি দলের সকল সমর্থকরা। এবার এই ধারা বজায় রাখার লড়াই।

গত বছর শিল্ড জয় করা সম্ভব হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল আইএসএল ট্রফি। শেষ মুহূর্তে বাজিমাত করে সেই খেতাব ঘরে তুলেছিল মুম্বাই সিটি এফসি। সেই ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড। সেইমতো সকলকে প্রস্তুত করছেন বাগান কোচ। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স হোক কিংবা জেমি ম্যাকলারেন। নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন প্রত্যেকেই। তবে শুধুমাত্র এই মরসুম নয়। এখন থেকেই আগামী মরসুমের জন্য নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে মেরিনার্সরা। সেইমতো দলে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ।

kolkata24x7-sports-News

   

Also Read | সম্ভবত ২৭ অবধি ব্রুজোয় ভরসা ইস্টবেঙ্গলের 

যেদিকে নজর রয়েছে সকল সমর্থকদের। তবে এসবের মাঝেই গত কয়েকদিন ধরে উঠে আসতে শুরু করেছিল এক নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা গিয়েছিল যে আগামী মরসুমে হয়তো আর দলে থাকবেন না দীপক টাংরি। যা কিছুটা হলেও হতাশ করেছিল সকলকে। বিগত কয়েক বছর ধরেই সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে খেলে আসছেন চন্ডিগড়ের এই মিডফিল্ডার। চলতি সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও তাঁর ওপর ভরসা রেখেছেন বাগানের স্প্যানিশ হেডস্যার। ইতিমধ্যেই খেলে ফেলেছেন একাধিক ম্যাচ। তাছাড়া আগামী বছর পর্যন্ত দীপকের সঙ্গে চুক্তি রয়েছে বাগানের।

তবে এই পরিস্থিতিতে তাঁকে দলে নিতে একাধিক ফুটবল ক্লাব আগ্ৰহ দেখালে ও অন্যত্র যাওয়ার সম্ভাবনা একেবারেই কম বলা চলে। যারফলে সব ঠিকঠাক থাকলে আসন্ন আইএসএল মরসুমে ও তাঁকে দেখা যেতে সবুজ-মেরুন জার্সিতে।