ক্রিকেট খেলা এগারো বনাম এগারোজনের। শুক্রবার দেখা গেল অন্য দৃশ্য। ৯ বনাম ১১। ওয়েস্ট ইন্ডিজের এগারোজন ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ন’জন (WI vs AUS)। আসন্ন টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে এক ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে এই ঘটনা। ম্যাচে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
Amit Tudu: মোহনবাগানকে হারিয়ে জিতেছিলেন শিল্ড, এখনও হারিয়ে যাননি অমিত টুডু
কুইন্স পার্ক ওভালে প্রথমে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেন। জনসন চার্লস খেলেন ৩১ বলে ৪০ রানের ইনিংস। তিন নম্বরে নেমে রানের গতি আরও বাড়িয়ে দিয়েছিলেন নিকোলাস পুরান। তিনি যখন আউট হলেন তখন তাঁর স্ট্রাইক রেট ৩০০.০০। করেছেন ২৫ বলে ৭৫ রান। পুরানের ইনিংসে রয়েছে ৮টি ওভার বাউন্ডারি ৫ টি বাউন্ডারি। ২৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল ও ১৮ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন শেরফান রাদারফোর্ড।
A great start ahead of our ICC Men’s T20 World Cup campaign.👏🏿#WIREADY | #T20WorldCup pic.twitter.com/H5RnGm2Irs
— Windies Cricket (@windiescricket) May 31, 2024
ওয়ার্ম-আপ ম্যাচে ধরাবাঁধা নিয়ম তেমন থাকে না। দরকার মতো ঘুরিয়ে ফিরিয়ে স্কোয়াডের ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ থাকে প্রত্যেক দলের কাছে। অস্ট্রেলিয়া এদিন ন’জনের ওপর আস্থা রেখেছিল। ওয়েস্ট ইন্ডিজ এদিনের ম্যাচ জিতে বুঝিয়ে দিয়েছে তারাও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হতে চলেছে।
কুইন্স পার্ক ওভালে উঠল ৪৭৯ রান। ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫৭/৪ রান। ২০ ওভারে অস্ট্রেলিয়া করেছে ২২২/৭। ৩৫ রানে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
East Bengal: ৪ জন নিশ্চিত, ভূমিপুত্রদের বাড়তি গুরুত্ব দিচ্ছ ইস্টবেঙ্গল!
অস্ট্রেলিয়ার ব্যাটিং আশাপ্রদ হয়নি। ডেভুদ ওয়ার্নার, মিচেল মার্শ কিংবা অ্যাস্টন অ্যাগার টপ অর্ডারে বড় রান করতে পারনেওনি। অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন জস ইনিংস।