আগামী ২৩ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে। এই আইপিএল নিয়েই আরও একবার উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমার বুকে। শহরে পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। এক এক করে বাকি তারকাও পৌঁছাতে শুরু করেছেন। বৃহস্পতিবার শহরে এসেছনে রিঙ্কু সিং, নীতিশ রানা।
অনেক ভক্তদের মতে গৌতম গম্ভীরের হাত ধরে আবার কলকাতা ট্রফি জিততে পারে। প্রসঙ্গত এইবছর রেকর্ড দামে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে কিনেছে নাইট শিবির। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। এই বিশ্বকাপ জয়ী তারকাকে দলে নেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল গৌতম গম্ভীরের।
কলকাতায় পৌঁছে গম্ভীর বলেছেন, ‘আমার মনে হয় না এই দামি ক্রিকেটারের ট্যাগ ওকে বাড়তি চাপে ফেলবে। আমি শুধুই আশা করছি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ও যেমন পারফর্ম করে, সেটাই যেন কেকেআরের হয়েও করে। ও এইবছর আইপিএলে এক্স ফ্যাক্টর হতে পারে।”
দীর্ঘ ন’বছর পরে আইপিএলে ফিরেছেন স্টার্ক। এবার দেখার এই বাঁ হাতি পেস বোলার কেমন পারফমেন্স করেন।