ATK Mohun Bagan: এই কারণে হুগোকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না সবুজ-মেরুন কোচ ফেরান্দো

খারাপ সময় কিছুতেই কাটতে চাইছেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির।সেই ম‍্যাচে খেলতে…

Hugo Boumous

খারাপ সময় কিছুতেই কাটতে চাইছেনা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন শিবির।সেই ম‍্যাচে খেলতে পারবেন না হুগো বুমোস।

Advertisements

এখনও কাঁধের চোট পুরোপুরি সেরে ওঠেনি বুমোসের।তাই দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে ছাড়াই হাইল‍্যান্ডারদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে।

   

ওড়িশা এফসির বিরুদ্ধে খেলাকালীণ চোট পেয়েছিলেন বুমোস।অবশ্য সেই ম‍্যাচের শুরু থেকে দলে সুযোগ হয়নি বুমোসের।কিন্তু দল গোল পাচ্ছে না দেখে পরের দিকে তাকে নামাতে হন সবুজ মেরুনের কোচ জুয়ান ফেরান্দো।কিন্তু বুমোস কে নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচে খেলানোর ঝুঁকি নিতে নারাজ এই স্প‍্যানিশ কোচ।

কারণ শিয়রে গোয়ার বিরুদ্ধে ম‍্যাচ।এই মুহূর্তে কার্লোস পেনার দল যে দুর্দান্ত ছন্দে আছেন,তাদের বিরুদ্ধে চনমনে মেজাজে বুমোস কে খেলাতে চান ফেরান্দো।তাই গোয়ার তুলনায় নর্থইস্ট অনেক সহজ প্রতিপক্ষ হওয়ায় বুমোসকে না খেলানোর ঝুঁকি নিচ্ছেন জুয়ান ফেরান্দো।তবে এই ম‍্যাচ যে সহজ হবেনা সেটা জানাতেও ভোলেননি সবুজ মেরূন কোচ, তার বক্তব্য, ” নর্থইস্ট লিগ টেবিলের নীচে আছে বলে ম‍্যাচ সহজ হবে বলছে অনেকেই।কিন্তু আমি এমন মনে করিনা।আমাদের মতো ওড়াও তিন পয়েন্ট পেতেই লড়াই করবে।এদিকে আমাদের দলে একাধিক চোট সমস্যা, তাই এই ম‍্যাচ সহজ হবেনা আমাদের জন্যে ।”

চলতি মরশুমে চোটাঘাতের সমস্যা মারাত্মক ভাবে ভোগাচ্ছে এটিকে মোহনবাগানকে।এর কারণে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য মাঠের বাইরে।এই চ‍্যালেঞ্জ কি সামাল দেন সবুজ মেরুনের কোচ জুয়ান ফেরান্দো, এখন সেটাই দেখার বিষয়।