বলিউড ও টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya) জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) তাকে ইনস্টাগ্রামে ব্লক (Instagram block) করেছেন। এই বিষয়টি নিয়ে রাহুল বৈদ্য নিজেই বেশ বিভ্রান্ত। তিনি এখনও বুঝতে পারছেন না কেন কোহলি তাকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি এক পাপারাজ্জিরা রাহুলকে (Rahul Vaidya) জিজ্ঞাসা করেছিলেন কেন বিরাট কোহলি (Virat Kohli) তাকে ইনস্টাগ্রামে ব্লক (Instagram block) করেছেন। উত্তরে তিনি বলেন, “আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি কেন ভাই আমাকে ব্লক করেছেন।” তার মুখে বিভ্রান্তির ছাপ ছিল। তিনি আরও বলেন, “আমি জানি না কেন বিরাট কোহলি আমাকে অনলাইন প্ল্যাটফর্মে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার কাছে একটি রহস্য।”
View this post on Instagram
রাহুল বৈদ্য (Rahul Vaidya) এই বিষয়টি নিয়ে কিছুটা হতাশ হলেও, তিনি কোহলির (Virat Kohli) পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি। সোশ্যাল মিডিয়াতে রাহুল এই বিষয়টি নিয়ে অনেকেই মজা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “বিরাট কোহলিও কি তাকে চিনতে পারেন?” অন্য একজন মন্তব্য করেছেন, “না ভাই, কান্নার দরকার নেই।”কিছু নেটিজেন বলেছেন যে রাহুল বৈদ্য ফুটেজের জন্য ক্ষুধার্ত।
View this post on Instagram
রাহুল বৈদ্য (Rahul Vaidya) ‘ইন্ডিয়ান আইডল’ এবং ‘বিগ বস 14’ (রানার আপ) শোতে খ্যাতি অর্জন করেছিলেন। ২০২১ সালে দিশা পারমারকে বিয়ে করেন রাহুল। ২০২৩ সালে রাহুল- পারমার ঘর আলো করে আসে কন্যা সন্তান।
প্রসঙ্গত, চলমান বর্ডার গাভাসকার সিরিজের জন্য বিরাট (Virat Kohli) অস্ট্রেলিয়াতে রয়েছেন। গত ১১ ডিসেম্বর বিরাট-অনুষ্কা তাদের সপ্তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। বর্তমানে তাদের দুই সন্তান নিয়ে বেশির ভাগ সময়ে লন্ডনে বসবাস করছেন। সম্প্রতি শোনা গিয়েছে তারা স্থায়ীভাবে লন্ডনে চলে যেতে পারেন। পাশাপাশি গুঞ্জন উঠেছে সিডনি টেস্টের পর বিরাট (Virat Kohli) অবসর নিতে পারেন।