আগামী ২০ নভেম্বর ATKমোহনবাগানের (Mohun Bagan) খেলা এফসি গোয়ার বিরুদ্ধে। সবুজ মেরুন শিবির এখন এই ম্যাচের প্রস্তুতিতে ডুবে রয়েছে। এরই মধ্যে সবুজ মেরুন ফুটবলার কিয়ান নাসিরি নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছে। ওই পোস্টে দেখা যাচ্ছে ফুটবলার খোশ মেজাজে হেটে চলেছেন বাঁশ বনের মাঝখান দিয়ে।
প্রসঙ্গত,গত ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক জামশিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরিকে রাতারাতি নায়ক বানিয়ে দিয়েছে। ওই ম্যাচের শেষ ৩৬ মিনিটে কিয়ান নাসিরির তাণ্ডব নৃত্যের মুখে পড়ে খেই হারিয়ে ফেলে লাল হলুদ ব্রিগেড। এমন দুরন্ত পারফরম্যান্সের পরে ফুটবলার কিয়ান নাসিরিকে নিয়ে সবুজ মেরুন জনতার প্রত্যাশা এখন গগনচুম্বী।
https://www.instagram.com/p/ClEAi8QPXaJ/?utm_source=ig_web_copy_link