দিমির বিকল্প কে? লাতিন আমেরিকার একাধিক তারকার দিকে নজর ম্যানেজমেন্টের

East Bengal Lead Mohun Bagan 1-0 at Half-Time in Durand Cup 2025 Quarter-Final
East Bengal Lead Mohun Bagan 1-0 at Half-Time in Durand Cup 2025 Quarter-Final

গত সোমবার দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত ডুরান্ড ডার্বিতে তিনি নায়ক থাকলেও বর্তমানে তিনি প্রাক্তন। অবাক লাগলেও এটাই সত্যি। বলাবাহুল্য, গত ফুটবল মরসুমে গোলের খরা কাটাতে এই গ্ৰীক গোলমেশিনকে দলে টেনেছিল মশাল ব্রিগেড। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু সেটা কার্যকরী হয়নি। দেশের প্রথম ডিভিশন লিগ হোক কিংবা এএফসি চ্যালেঞ্জ লিগের নক আউট। প্রত্যেক ক্ষেত্রেই অফকালার ছিলেন আইএসএলের গোল্ডেন বুট জয়ী এই তারকা। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁর থাকা কার্যত অনিশ্চিত ছিল সকলের কাছে।

তবুও নতুন সিজনের শুরুতে তাঁকে রেখেই সাফল্য পেতে তৎপর ছিলেন অস্কার ব্রুজো। ডুরান্ডের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডের বিপক্ষে গোল করার পাশাপাশি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন দিমি। কিন্তু আসন্ন টুর্নামেন্ট গুলিতে আর তাঁর উপর ভরসা রাখতে পারলেন না কোচ। হয়তো সেজন্যই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ম্যানেজমেন্ট। জানা গিয়েছে পারস্পরিক সম্মতিতে শেষ হয়েছে চুক্তি। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো নতুন দলে যোগদান করবেন গ্ৰীক গোলমেশিন। বর্তমানে তাঁর সফল ভবিষ্যতের কামনায় আপামর ইস্টবেঙ্গল জনতা।

   

কিন্তু কে আসতে চলেছেন তাঁর বদলে? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সকলে। বাংলার এক জনপ্রিয় গনমাধ্যমের তরফে জানা গিয়েছে অনেক আগে থেকেই নাকি দিমিত্রিওস বিকল্প খুঁজতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে মূলত লাতিন আমেরিকার একাধিক দাপুটে ফুটবলারদের দিকে নজর রয়েছে লাল-হলুদ শিবিরের। সব ঠিকঠাক থাকলে আসন্ন আইএসএলের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরেই হয়তো নয়া ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করে দেবে ইস্টবেঙ্গল। সেদিকেই নজর রাখছে সকলের। তবে এক্ষেত্রে নতুন ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে কোচের পছন্দকেই হয়তো গুরুত্ব দিতে চাইবে ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, এবারের এই নয়া ফুটবল মরসুমে মরোক্কান তারকা হামিদ আহদাদকে দলে টেনেছে মশাল ব্রিগেড। এবারের ডুরান্ড কাপে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন হামিদ। ডার্বিতে প্রথম কোয়ার্টারের পর চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হলেও নামধারী ম্যাচের পাশাপাশি গ্ৰুপ পর্বের অন্যান্য দল গুলির বিপক্ষে ও গোল ছিল এই মরোক্কান তারকার। আসন্ন সুপার কাপে তাঁর উপরেই ভরসা রাখবেন অস্কার। পাশাপাশি নতুন স্ট্রাইকারকে সই করিয়ে প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করতে চাইবেন লাল-হলুদ কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন