গুরবাজ না ডি কক প্রথম একাদশে জায়গা কার

https://kolkata24x7.in/wp-content/uploads/2025/03/kkr-1.jpg

আগামী ২২ তারিখ থেকে শুরু অন্যতম জনপ্রিয় ক্রিকেট মহারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। সমস্ত দল ই প্রস্তুত বিপক্ষকে টক্কর দিতে। কলকাতা নাইট রাইডার্স ও তাদের নির্বাচিত দল নিয়ে প্রস্তুত মহারণের মোকাবিলায়। নির্বাচিত দলে রয়েছেন মোট তিনজন উইকেট রক্ষক ব্যাটার, রহমানুল্লা গুরবাজ, কুইন্টন ডি কক এবং লুভনীত সিসোদিয়া। এখন দেখার প্রশ্ন প্রথম একাদশে কার জায়গা হয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে। গুরবাজ এবং ডি কক এর থেকে সিসোদিয়া কে একটু পিছিয়েই রাখা যায়। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে চারজন বিদেশী খেলার সুযোগ পাববেন প্রথম একাদশে। সেক্ষেত্রে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল কে রেখেই যে টিম নির্বাচন হবে তা বলে বাহুল্য। অন্য দিকে বোলারদের মধ্যে মঈন আলী এবং অনরিক নোকিয়াও প্রথম একাদশে থাকার দাবি রাখেন। সেক্ষেত্রে শিকে ছিঁড়তে পারে সিসোদিয়ার ভাগ্যে।

Advertisements

আবার নোকিয়ার বদলে যদি উমরান খেলেন তবে আরো একটা জায়গা খালি থেকে যাচ্ছে বিদেশী প্লেয়ারের জন্য। সেক্ষত্রে হয়তো প্রথম পছন্দ হবেন ডি কক, কারণ তিনি পরিসংখ্যান এবং পারফর্ম্যান্সের ভিত্তিতে গুরবাজের থেকে এগিয়ে। তবে কে কে আর যদি কোনো কোনো স্ট্রাটেজি মাথায় রেখে দল নির্বাচন করে তবে ওপেনার হিসেবে গুরবাজের ভাগ্যেও শিকে ছিঁড়তে পারে। গত বছরের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে মোট ১৩ টি ম্যাচ খেলে গতবছর তিনি সংগ্রহ করেন ২৮৯ রান। যার মধ্যে তার সর্বোচ্চ রান ৮১। অন্য দিকে ডি ককের পরিসংখ্যান বলছে আই পি এল এ তার মোট রান সংখ্যা ৩,১৫৭। তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে কার্যত ব্যার্থ ই বলা যায় আফগান উইকেট রক্ষক কে। তেমন রান ও পাননি তিনি এবং তার ব্যাটিং দেখে তাকে আউট অফ ফর্ম ই মনে হয়েছে।

Advertisements

গত বছর ওপেনিংয়ের দায়িত্বে ছিলেন ব্রিটিশ ব্যাটার ফিল সল্ট এবং বেশ বিদ্ধংসী মেজাজেই তাকে ব্যাট করতে দেখা গেছিল। কখনো গুরবাজ, কখনো সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু এবারে কে কে আরের স্ট্রাটেজি কি হবে তা দেখার বিষয়। ব্যাটার হিসেবে যে ডি কক গুরবাজের থেকে এগিয়ে আছেন তা বলাই বাহুল্য এবং উইকেট রক্ষক হিসেবেও তিনি যথেষ্ট নির্ভর যোগ্য। তাহলে কি প্রথম একাদশে থাকছেন ডি কক তিনিই কি উইকেট রক্ষক ব্যাটার হিসেবে মাঠে নামবেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্রথম সিজনের আই পি এলেও কলকাতার হয়ে ব্যাটিং ওপেন করতে দেখা গেছিল আর এক উইকেট রক্ষক ব্যাটার ব্রেন্ডন ম্যাকালামকে। ডি কক ও কি ম্যাকালামের মত জ্বলে উঠবেন কলকাতার হয়ে তা সময়ের অপেক্ষা।