ভারতীয় দলের ‘সীতা ও গীতা’! কাদের সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করলেন কোহলি ?

ভারতীয় ক্রিকেট দলের অঘোষিত ‘রাজা’ তিনি। বিশ্ব ক্রিকেটে প্রফেশনালিজম, ক্রিকেটীয় সেন্স, পরিশ্রমের কথা উঠলেই প্রথমসারিতে তাঁর নাম থাকে। একসময় মাঠের মধ্যে গুরুগম্ভীর স্লেজিং এর জন্য…

ভারতীয় ক্রিকেট দলের অঘোষিত ‘রাজা’ তিনি। বিশ্ব ক্রিকেটে প্রফেশনালিজম, ক্রিকেটীয় সেন্স, পরিশ্রমের কথা উঠলেই প্রথমসারিতে তাঁর নাম থাকে। একসময় মাঠের মধ্যে গুরুগম্ভীর স্লেজিং এর জন্য পরিচিত থাকলেও, বর্তমানে বেশ শান্তই থাকছেন ভারতের তারকা ডান-হাতি ব্যাটার। তবে এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের দুই উঠতি তারকার কথা আসতেই আর ‘শান্ত’ থাকতে পারেননি কিং কোহলি। এদিন সাক্ষাৎকারে তিনি বলেছেন “ভারতের দুই তরুণ ক্রিকেটারের একটি জুটিও রয়েছে, যারা মাঠে খুব বেশি একসঙ্গে থাকার সুযোগ পাননি, কিন্তু যখনই তারা একসঙ্গে এসেছেন তখনই আলোড়ন সৃষ্টি করেছেন।” এমনকি এই দুই ক্রিকেটারদের টিম ইন্ডিয়ার ‘সীতা ও গীতা’ বলতে পিছপা হননি তিনি। কোহলির (Virat Kohli) এই দুই ‘ক্রিকেটার’ হলেন শুভমান গিল ও ইশান কিষাণ।

বিরাট কোহলি সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন, যার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। এই ভিডিওতে ক্রিকেটারদের বন্ধুত্ব সংক্রান্ত এক প্রশ্নে কিং কোহলি বলেছেন, “এটা খুবই মজার। দুজন আছেন যারা হলেন সীতা-গীতা।” বিষয়টির ব্যাপারে এদিন আরও বিস্তারিত জানান তিনি, ‘আমিও জানি না ভাই। আমি অনেক কিছুই বলতে পারি না।’ তবে বিরাট এই মন্তব্যের পরই হেসে ওঠেন উপস্থিত লোকজন এবং শোয়ের সঞ্চালক। পরিস্থিতি টের পেয়ে মজাচ্ছলে বিষয়টি ঘুরিয়ে দিয়ে কোহলি বলেন, ‘আরে না, এমনটা নয়।’

   

তবে এদিন মজা করলেও বিরাট কোহলি বলেছেন যে ঈশান-শুভমন খুব ভাল বন্ধু। তারা শুধু একা থাকতে পারে না। বিশেষ করে সফরে। আপনি যদি তাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান, তারাও আসবে। কথা বলতে চাইলে তারা একত্রিত হবে। তাঁদের কখনো একা থাকতে দেখিনি। কিন্তু সত্যিই ওঁরা খুব ভালো বন্ধু।

বর্তমানে শুভমান গিল এবং ইশান কিষাণ বিশ্বের কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন যাঁরা ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। যদিও বর্তমানে টিম ইন্ডিয়ার অংশ নন ইশান কিষাণ। তবে এখনও টিম ইন্ডিয়াতে ফেরার সুযোগ রয়েছে তার। সম্প্রতি দলীপ ট্রফিতে সেঞ্চুরি করেছেন ইশান কিষাণ। খুব শীঘ্রই তাকে ইরানি ট্রফিতে খেলতে দেখা যাবে। শুভমন গিলের কথা বলতে গেলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন তিনি। তারপরই হয়তো ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেখা যেতে পারে তাঁকে। তবে মজা করলেও এর আগে আইপিএল এবং ভারতীয় টিমের মধ্যে একসঙ্গে খেলা সংক্রান্ত নানা আলোচনা করতে তাদের সঙ্গে দেখা গেছে কোহলিকে (Virat Kohli)|