Calcutta League: কোথায় দেখা যাবে কলকাতা লিগের ম্যাচ? জানুন

চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (Calcutta League)। তারজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের প্রত্যেকটি ফুটবল ক্লাব।…

Watching Calcutta League

চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (Calcutta League)। তারজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের প্রত্যেকটি ফুটবল ক্লাব। কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলের পাশাপাশি এবারের এই ফুটবল লিগে নিজেদের জুনিয়র দল নামাতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভবানীপুর, পিয়ারলেস সহ এরিয়ানের মতো ক্লাব গুলি। যতদূর জানা গিয়েছিল, ২৫শে জুন আয়োজিত হতে পারে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এই প্রথম ম্যাচ খেলবে মহামেডান।

   

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ সমূহ। যেখানে একই সাথে রাখা হয়েছে ময়দানের অন্যতম দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। অন্যদিকে, গ্রুপ ‘এ’তে স্থান পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এমনকি এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে যাতে রেফারিজনিত সেরকম কোনও সমস্যা না তৈরি হয় সেই সমস্ত কিছুকেও গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাপকভাবে। জাপানের রেফারি ইন্সট্রাক্টর ইসিয়ামা নোবেরুকে এনে বিশেষ ওয়ার্কশপ ও করানো হয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে।

কিন্তু কোথায় দেখানো হবে এই টুর্নামেন্টের ম্যাচ? সেই নিয়ে দেখা দিয়েছিল একাধিক জল্পনা। অবশেষে এই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, এবারের কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলির সম্প্রচারের দায়িত্বে রয়েছে অতিপরিচিত জি নেটওয়ার্ক। তাদের অন্তর্গত চ্যানেলের পাশাপাশি বিশেষ অ্যাপের মধ্য দিয়েও দেখা যাবে কলকাতা লিগের খেলা। তবে এক্ষেত্রে ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান সহ ডায়মন্ড হারবার এফসির ম্যাচগুলিই সম্প্রচারিত হওয়ার কথা শোনা গিয়েছে।