কোথায় দেখা যাবে সন্তোষ ট্রফির ম্যাচ? জানাল এআইএফএফ

বুধবার থেকেই এবারের সন্তোষ ট্রফির (Santosh Trophy 2026) অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর দুটো থেকে আসামের ঢাকুয়াখানা ফুটবল…

where-to-watch-santosh-trophy-matches-live-streaming

বুধবার থেকেই এবারের সন্তোষ ট্রফির (Santosh Trophy 2026) অভিযান শুরু করতে চলেছে বাংলা দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর দুটো থেকে আসামের ঢাকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সঞ্জয় সেনের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নাগাল্যান্ড ফুটবল দল। গতবার খেতাব জয় করার পর এবার জয়ের মধ্য দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবেন রবি হাঁসদা থেকে শুরু করে চাকু মান্ডির মতো ফুটবলাররা। তবে এই ম্যাচের আগে যথেষ্ট সাবধানী দলের কোচ।

Advertisements

কিন্তু কোথায় সম্প্রচারিত হবে এই ফুটবল টুর্নামেন্ট, বা কোথায় দেখা যাবে সন্তোষ ট্রফির ম্যাচ গুলি? সেই নিয়ে গত কয়েকদিন ধোঁয়াশা থাকলেও অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে এই বিষয়টি। সেই অনুযায়ী এবারের এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের ম্যাচ গুলি সরাসরি সম্প্রচারিত হবে ‘ফিফা প্লাস’ অ্যাপ্লিকেশনে। যারফলে গুগুল প্লে স্টোর থেকে সরাসরি এই অ্যাপ ডাউনলোড করে সন্তোষ ট্রফির ম্যাচ গুলিতে নজর রাখতে পারবেন সকল ফুটবলপ্রেমীরা। এছাড়াও এদিন থেকেই অভিযান শুরু করতে চলেছে আরও চারটি ফুটবল দল।

   

সূচি অনুসারে ২১শে জানুয়ারি সকাল ৯টায় এই স্টেডিয়ামেই মুখোমুখি হবে উত্তরাখণ্ড এবং রাজস্থান ফুটবল দল। তারপর দুপুর দুটো থেকে বাংলা দলের ম্যাচ। এছাড়াও এই একই সময় সিলাপাথর ফুটবল স্টেডিয়ামে তামিলনাড়ুর সঙ্গে লড়াই করতে নামবে আসাম ফুটবল দল। অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে দিয়েই এবার শুরু হচ্ছে মূল পর্বের খেলা।

Advertisements