কোথায় দেখা যাবে নেশনস কাপ? জানুন

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে নেশনস কাপ (Nations Cup 2025)।  যেখানে শক্তিশালী তাজাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেইমতো দিনকয়েক আগেই সেখানে…

Nations Cup 2025, Live Streaming ,FanCode India Football

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে নেশনস কাপ (Nations Cup 2025)।  যেখানে শক্তিশালী তাজাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেইমতো দিনকয়েক আগেই সেখানে পৌঁছেছে ব্লু-টাইগার্স। সেই ম্যাচের পরেই সেপ্টেম্বরের প্রথম দিন রয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরানের জাতীয় দল। তার ঠিক দিন তিনেক পরেই ৪ঠা সেপ্টেম্বর প্রতিবেশী আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। বলতে গেলে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট নব নিযুক্ত কোচ খালিদ জামিলের। মানোলো মার্কুয়েজের জামানার হতাশা ভুলে এবার ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য জিকসন সিংদের।

কিন্তু কোথায় দেখা যাবে এই টুর্নামেন্টের ম্যাচ? গত কয়েকদিন ধরে সেই নিয়েই দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, অন্যান্য টুর্নামেন্ট গুলির মতো এবার ফ্যান কোডে দেখা যাবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিছু সময় আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যারফলে হয়তো নির্দিষ্ট অর্থের বিনিময় জাতীয় দলের ম্যাচ উপভোগ করতে পারবেন সমর্থকরা। বলা বাহুল্য, ইগর স্টিমাচের পরবর্তীতে ভারতীয় কোচ নিয়োগ নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা।

   

শেষ পর্যন্ত ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ তথা মানোলো মার্কুয়েজের উপরেই ভরসা রেখেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তার তত্ত্বাবধানে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। ইন্টার কন্টিনেন্টাল কাপে ধাক্কা খাওয়ার পর গত মার্চ মাসে আটকে যেতে হয়েছিল প্রতিবেশী বাংলাদেশের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানোলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সম্পর্ক ছিন্ন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ‌ পরবর্তীতে স্টিফেন কনস্টানটাইনের পাশাপাশি খালিদ জামিলের দায়িত্ব পাওয়ার কথা উঠে এসেছিল ব্যাপকভাবে।

Advertisements

শেষ পর্যন্ত এই ভারতীয় কোচের উপরেই ভরসা রাখে ফেডারেশন‌। গত বেশ কয়েক বছর ভারতীয় ফুটবল সার্কিটে প্রভাব বিস্তার করার পর জাতীয় দলের দায়িত্বে নিজেকে আদৌ কতটা সফল করে তুলতে পারেন এখন সেটাই দেখার।