হাতে মাত্র কিছুদিন। তারপরেই এসিএল (AFC Champions League) টায়ার টুয়ের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১৬ই সেপ্টেম্বর সবুজ-মেরুনের প্রথম ম্যাচ। নিজেদের ঘরের মাঠে তাঁরা লড়াই করবে তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফসির সঙ্গে। ঘরের মাঠে ম্যাচ থাকায় লড়াইটা যে অপেক্ষাকৃত সহজ হবে সেটা বলাই চলে। উল্লেখ্য, মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডার্বি জয়ের মধ্য দিয়ে নতুন সিজন শুরু করেছিল সবুজ-মেরুন। ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।পরবর্তীতে যদিও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা।
কোয়ার্টার ফাইনালে আটকে যেতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। ঐতিহ্যবাহী সেই ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলেও আসন্ন এসিএল টায়ার টুয়ে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মোহনবাগান দল। সেইমতো বেশকিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাগান কোচ হোসে মোলিনা। আসলে পুরনো সমস্ত কিছু ভুলে আগামী সেপ্টেম্বরে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর কলকাতা ময়দানের এই প্রধান।
তবে চোট সমস্যা দলকে যথেষ্ট চিন্তায় রাখলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে মনবীর সিংয়ের মতো ফুটবলাররা। এছাড়াও গত সোমবার থেকেই দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন অধিনায়ক শুভাশিস বসু এবং ফরোয়ার্ড কিয়ান নাসিরি। তাঁদের সক্রিয়তা নিঃসন্দেহে চিন্তা কমাবে বাগান কোচের। এছাড়াও বর্তমানে যথেষ্ট ফিট হয়ে উঠেছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। তাঁদের সামনে রেখেই এবার আহাল বধের ছক কষবেন গতবারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ। কিন্তু কোথায় দেখানো হতে পারে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট?
যতদূর শোনা যাচ্ছে, যে সব ঠিকঠাক থাকলে ফ্যানকোডে দেখনো হতে পারে এই টুর্নামেন্টের ম্যাচ গুলি। যদিও এখনও স্পষ্ট নয় বিষয়টি। দিনকয়েকের মধ্যেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে ম্যাচের সম্প্রচার মাধ্যম।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
