কোথায় সম্প্রচারিত হবে ইন্ডিয়ান ওমেন্স লিগ? জানুন

where-to-watch-indian-womens-league-live-streaming-broadcast-details

হাতে মাত্র একটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান ওমেন্স লিগের (Indian Womens League) নতুন মরসুম। ভারতীয় কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে গতবার রাজ্য স্তরের টুর্নামেন্ট তথা কন্যাশ্রী কাপ জয় করার পর সর্বভারতীয় ক্ষেত্রে ও অনবদ্য ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। শেষ পর্যন্ত দক্ষিণের অন্যতম শক্তিশালী দল তথা গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করে খেতাব এসেছিল কলকাতায়। বলতে গেলে প্রথমবারের মতো এই শিরোপা এসেছিল বাংলার বুকে। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য ছিল মশাল কন্যাদের। সেই সুবাদেই এবারের এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছিল সুলঞ্জনা রাউলরা।

সেক্ষেত্রে খুব একটা হতাশ করেননি কেউ। পরবর্তীতে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল বাংলার ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের মূল পর্বে। পরবর্তীতে সেখানে অংশ নিতেই চীন উড়ে গিয়েছিল দলের অধিকাংশ ফুটবলাররা। প্রথম ম্যাচেই ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব বাম খাতুনকে বড় ব্যবধানে ধাক্কা দিয়েছিল ইস্টবেঙ্গল। যেটা সহজেই নজর কেড়েছিল ভারতীয় ফুটবল অনুরাগীদের। পরবর্তীতে একের পর এক ম্যাচে ধরাশায়ী হতে হলেও মেয়েদের এমন অদম্য লড়াইকে কুর্নিশ জানিয়ে ছিল সকলে।

   

বর্তমানে ভারতের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ওমেন্স সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ইস্টবেঙ্গল। দিন কয়েকের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তারপরেই শুরু হবে ইন্ডিয়ান ওমেন্স লিগ অথবা ভারতীয় মহিলা ফুটবল লিগ। গতবারের মতো এবারও সেখানে চূড়ান্ত সাফল্য পেতে চাইবেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। সেই কথা মাথায় রেখেই এবার একাধিক দাপুটে ফুটবলারদের যুদ্ধ করেছেন নিজের স্কোয়াডে। টানা দুইবার এই সর্বভারতীয় খেতাব বাংলার ঘরে আসে কিনা এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেককের। সূচি অনুযায়ী দেখলে আগামী ২০শে ডিসেম্বর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে মশাল ব্রিগেড।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলার আরেক শক্তিশালী ফুটবল দল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচ থেকেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের। কিন্তু কোথায় দেখা যাবে এই ফুটবল টুর্নামেন্ট? জানা গিয়েছে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ফুটবল লিগ। সেখান থেকেই সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন