HomeSports Newsঘরে বসে ফ্রিতে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ কোথায় দেখেবন? জেনে...

ঘরে বসে ফ্রিতে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ইস্টবেঙ্গলের ম্যাচ কোথায় দেখেবন? জেনে নিন

- Advertisement -

২৩ জুলাই বিকেল ৪:৩০টায় সল্টলেক স্টেডিয়ামে শুরু হতে চলেছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের (Durand Cup 2025) ১৩৪তম সংস্করণ। এদিন উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন অভিজ্ঞতার দল। ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল এফসি ও প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নামা বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি (East Bengal FC vs South United FC)।

আজকের লড়াই শুধুমাত্র এক ম্যাচ নয়, বরং দুই ভিন্ন ইতিহাস ও স্বপ্নের সংঘর্ষ। ইস্টবেঙ্গল, যাদের ডুরান্ড কাপে সমৃদ্ধ ইতিহাস ও একাধিক ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে, তারা মরসুমের শুরুতেই ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে। অন্যদিকে, আত্মপ্রকাশের মঞ্চে সাউথ ইউনাইটেড নিজেদের শক্তি ও লড়াইয়ের মনোভাব দিয়ে নজর কাড়তে প্রস্তুত।

   

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

ডুরান্ড কাপ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানটিও হতে চলেছে একেবারে রাজকীয়। আজকের ম্যাচের আগে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সেনাবাহিনীর শীর্ষকর্তারা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হবে, যা বাংলার ফুটবল সংস্কৃতিকে আরো একবার উজ্জ্বল করে তুলবে।

পূর্বতন মরসুম গুলিতে প্রত্যাশা অনুযায়ী ফল না পেয়ে, এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল চাইছে নতুন শুরুর মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। দলে রয়েছেন একঝাঁক তরুণ প্রতিভা ও অভিজ্ঞ বিদেশি ফুটবলার। কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে দল গোছানো হয়েছে আক্রমণাত্মক ফুটবলের লক্ষ্যে।

সাউথ ইউনাইটেডের পক্ষে এটি একটি ঐতিহাসিক দিন। প্রথমবার দেশের সর্বপ্রাচীন এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে তারা জানিয়ে দিয়েছে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, তারা পিছু হঠবে না। দলের কোচ জানান, “আমরা সম্মান জানাই ইস্ট বেঙ্গলের ইতিহাসকে, কিন্তু মাঠে নামবো নিজেদের প্রমাণ করার জন্য। প্রতিটি মুহূর্ত আমরা লড়াই করব।”

টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং তথ্য

আজকের ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে Sony TEN 2 ও Sony TEN 2 HD চ্যানেলে। এছাড়া, Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি স্ট্রিমিং উপলব্ধ থাকবে।

ইস্টবেঙ্গলের জন্য জয় দিয়ে মরসুম শুরুর বড় সুযোগ, আর সাউথ ইউনাইটেডের কাছে নিজের পরিচয় গড়ার মঞ্চ। সব মিলিয়ে কলকাতার ফুটবলপ্রেমীরা এক উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন।

Where to watch East Bengal FC vs South United FC and Durand Cup 2025 opening ceremony Live Streaming

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular