Northeast United FC: কবে থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে নর্থইস্ট?

বর্তমানে সাফল্যের ধারা অব্যাহত নর্থইস্ট ইউনাইটেডের (Northeast United FC)। গতবারের মতো এবারও ডুরান্ড কাপ এসেছে তাঁদের ঘরে। নিঃসন্দেহে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের সকল ফুটবলারদের।…

NorthEast United FC Set to Begin ISL 2025 Pre-Season Training in Mid-July

বর্তমানে সাফল্যের ধারা অব্যাহত নর্থইস্ট ইউনাইটেডের (Northeast United FC)। গতবারের মতো এবারও ডুরান্ড কাপ এসেছে তাঁদের ঘরে। নিঃসন্দেহে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের সকল ফুটবলারদের। উল্লেখ্য, এই সিজনের প্রথম থেকে ও দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন মরোক্কান গোলমেশিন আলদিন আজারাই। তাঁর দৌলতে খুব সহজেই সাফল্যের ধারা বজায় রেখেছে পাহাড়ের এই ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। হাতে রয়ে গিয়েছে আর কিছুদিন। তারপরেই অক্টোবরের মাঝামাঝিতে শুরু হয়ে যাবে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। এখানেই সেই ধারা বজায় রাখতে চাইবে জন আব্রাহামের এই শক্তিশালী ফুটবল ক্লাব।

Also Read | East Bengal in CFL : ইস্টবেঙ্গলের প্রতিশোধ! সুপার সিক্সে ডায়মন্ডকে হারিয়ে কি বললেন প্রভাত লাকরা?

   

আগের মরসুমে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার সুপার কাপ জিতে এএফসির মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পেতে চাইবেন নিকোলাস ম্যাকার্টনরা। সেইমতো সক্রিয়তা দেখাচ্ছে মন্দার তামহানেদের ম্যানেজমেন্ট। সর্বভারতীয় এই ফুটবল কাপ টুর্নামেন্ট শুরু করার আগে দলের মধ্যে খুব একটা বদল আসার কথা না শোনা গেলেও বেশকিছু তরুণ প্রতিভাদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে চলেছে পাহাড়ের এই শক্তিশালী দল।

যার মধ্যে গত কয়েকদিন আগেই মোহাম্মদ আরশাফকে ছেড়েছে নর্থইস্ট। পূর্বে কালকাট এফসির হয়ে খেলতেন এই ফুটবলার।‌ এবার লোনের মধ্যে দিয়ে তাঁকে সেখানেই পাঠাল এই ফুটবল দল। এছাড়াও আরও বেশ কয়েকজনকে ছাড়তে চলেছে টানা দুইবারের ডুরান্ড জয়ীরা। হাতে মাত্র বেশকিছু সপ্তাহ। তারপরেই আগামী অক্টোবর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে সুপার কাপ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের খসড়া অনুযায়ী এখনো পর্যন্ত ভেন্যু হিসেবে অনেকটাই এগিয়ে গোয়া। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হবে গোটা বিষয়টি। এই ফুটবল টুর্নামেন্ট কে মাথায় রেখে খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দেবে প্রত্যেক শিবির।

Also Read | Sourav Ganguly : বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB মসনদে বসছেন মহারাজ, কি বললেন দুর্নীতি নিয়ে?

Advertisements

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে নিজেদের প্রস্তুতি শুরু করে দেবে নর্থইস্ট। বর্তমানে দলের অধিকাংশ ফুটবলাররা নিজেদের মতো করে সময় কাটালেও খুব শীঘ্রই ফিরে আসবেন ভারতে। তারপর বেনালির তত্ত্বাবধানে যোগ দেবেন দলের অনুশীলনে।

সেখান থেকেই তাঁকে দলে টেনেছিল দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল ক্লাব। দলের জার্সিতে জিতেছেন এবারের ডুরান্ড কাপ। এবার নিজের পুরনো দলেই তাঁকে ছাড়ল নর্থইস্ট ইউনাইটেড। নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে তাঁর অন্যত্র যাওয়ার কথা উল্লেখ করে লেখা হয়েছে ” মোহাম্মদ আরশাফ পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত লোনে ক্যালিকট এফসিতে যোগ দিয়েছেন।
তোমার জন্য শুভকামনা, আরশাফ।” নিজের পুরনো ক্লাবেই এবার ভালো পারফরম্যান্স করতে চাইবেন তিনি।

এছাড়াও কিছু মাস পরেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল। সেখানে ও ভালো পারফরম্যান্স করতে চাইবেন আলাদিনরা