ATK Mohun Bagan: জানুয়ারিতে নয়, তাহলে কবে ফিরবেন তিরি? জানুন বিস্তারিত

Tiri

কবে কলকাতায় ফিরবেন এখন এই প্রশ্ন উকি দিয়েছে আপামর সবুজ-মেরুন (ATK Mohun Bagan) সমর্থকদের মাথায়। খোদ তিরি এমন একটা ইঙ্গিত দেওয়ায় প্রশ্ন জেগেছিলো সকল সবুজ মেরুন সমর্থকদের মনে। সেখানে তিনি বলেছিলেন খুব শীঘ্রই ভারতে ফিরবেন তিনি।

তিরির ফুটবলার হিসেবে কার্যকারিতা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আইএসএলের যে দলের হয়েই খেলুক না কেনো, সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এটিকে,এটিকে মোহনবাগান কিংবা জামশেদপুর, প্রতিটি দলের হয়ে অসামান্য ফুটবল খেলেছিলেন তিনি।

   

খুব শীঘ্রই ভারতে আসবেন, সেখবর বলেছিলেন তিরি। সেই সময় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছিলো জানুয়ারি মাসেই কলকাতায় ফিরবেন তিনি‌। কিন্তু সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী এখনই কলকাতায় ফিরছেন না এই ফুটবলার। শোনা যাচ্ছে মেডিক্যাল টেস্টে পাস করতে পারেননি এই ফুটবলার।

শোনা যাচ্ছে জুন মাসের আগে কলকাতায় আসা সম্ভব নয় তিরির।কোচ জুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন এই বিষয় ভালো বলতে পারবে সেই ডাক্তার রা যারা তিরির চিকিৎসা করছে। অর্থাৎ সবুজ মেরূন কোচের কাছেও এখনও ঠিক স্পষ্ট নয় কবে ফিরবে তার দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন