দেশের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) এবার চূড়ান্ত পর্যায়ে পা রাখতে চলেছে। শনিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ বি’র শেষ ম্যাচ কার্যত হতে চলেছে এক ‘অঘোষিত কোয়ার্টার ফাইনাল’। মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) ও ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। এদিনের ম্যাচ শুধুই তিন পয়েন্টের লড়াই নয়, তার প্রমাণ করছে দুই দলের অবস্থান। সমান পয়েন্ট, তবে গোলপার্থক্যে সামান্য এগিয়ে কিবু বিকুনার ডায়মন্ড হারবার।
মোহনবাগান এই মুহূর্তে দুরন্ত ছন্দে। প্রথম দুই ম্যাচে মহামেডান স্পোর্টিং ও বিএসএফকে অনায়াসে হারিয়ে ইতিমধ্যেই নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি জানিয়েছে হোসে মোলিনার দল। দুই ম্যাচেই লিস্টন কোলাসোর জোড়া গোল দলের আক্রমণে নতুন বার্তা দিয়েছে। তবে আজকের ম্যাচে চ্যালেঞ্জ একেবারেই আলাদা।
আসন্ন ম্যাচে মাঠে নামার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না মোহনবাগান। চোটের কারণে দলে নেই আলবার্তো রদ্রিগেজ, মনবীর সিং, কিয়ান নাসিরি ও সুহেল ভাট। এছাড়া কার্ড সমস্যার কারণে ছিটকে গিয়েছেন দীপেন্দু বিশ্বাসও। তবে এই ঘাটতি নিয়ে কোনও অজুহাত দিতে নারাজ কোচ মোলিনা। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা মোহনবাগান। আমাদের প্রত্যেক ম্যাচ জিততেই হবে। যারা রয়েছে, তাদের নিয়েই মাঠে নামব। কোনও অজুহাত খাড়া করব না।” ফলত লুকা-কেল্টনদের আটকাতে বাগানের রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তেমনি কৌশলগত দিকেও দেখা যেতে পারে নতুন ছক।
ডায়মন্ড হারবার এফসি, সদ্য আই লিগে উন্নীত হওয়া দল, এবারের ডুরান্ডে নিজেদের প্রমাণ করতে মরিয়া। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা। তারপর বিএসএফের বিরুদ্ধে ম্যাচে আরও পরিণত ফুটবল খেলেছে কিবু ভিকুনার ছেলেরা।
মোহনবাগানকে একসময় আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনা এবার দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। সাংবাদিক বৈঠকে কিবু বলেন, “আমরা দেশের সেরা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। ওরা যথেষ্ট অভিজ্ঞ এবং দুর্দান্ত দল। কিন্তু আমরা মাঠে নামি জয়ের লক্ষ্যে। ছেলেরা জানে, এটা কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ।” তাই দুই দলের আত্মবিশ্বাস তুঙ্গে, তবে অভিজ্ঞতার নিরিখে কিছুটা এগিয়ে মোহনবাগানই। তবে নতুন প্রতিপক্ষ হিসেবে ডায়মন্ড হারবার তাদের সামর্থ্য দেখিয়ে দিতে পারলে এটা হতে পারে বাংলার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা।
মোহনবাগানের লিস্টন কোলাসো এই মুহূর্তে দলের ত্রাতার ভূমিকায়। অসাধারণ ফর্মে থাকা এই স্ট্রাইকার ইতিমধ্যেই টুর্নামেন্টে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর অসাধারণ ড্রিবলিং, সেট-পিস এবং শার্প ফিনিশিং যে কোনও দলের রক্ষণকে ভাঙতে সক্ষম। লিস্টনের কথায়, “ডায়মন্ড হারবার খুব ভাল দল। ওদের বিদেশি ফুটবলাররা যথেষ্ট মানসম্পন্ন। ম্যাচটা কঠিন হবে, তবে আমরা তৈরি।”
Tonight’s 🎯: 𝐐 ✅#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/VyE6M9pGyj
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 9, 2025
কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?
ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার, ৯ আগস্ট। সন্ধ্যা ৭টা থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। দর্শকরা ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে পারবেন Sony TEN 2 ও Sony TEN 2 HD চ্যানেলে। অনলাইনে সরাসরি সম্প্রচার হবে Sony Liv অ্যাপে।
When and where to watch Mohun Bagan SG vs Diamond Harbour FC in Durand Cup 2025 clash