East Bengal: মাদিহ তালালকে নিয়ে কী ভাবছে মশালবাহিনী? জানুন

বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হন ইস্টবেঙ্গলের (East Bengal) ফরাসি তারকা নয়া ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন মাদিহ…

East Bengal FC star midfielder Madih Talal

short-samachar

বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হন ইস্টবেঙ্গলের (East Bengal) ফরাসি তারকা

নয়া ফুটবল মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন মাদিহ তালাল। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই দলের মাঝমাঠের চালিকা শক্তি হিসেবে উঠে আসেন এই ফরাসি তারকা। কার্লেস কুয়াদ্রাতের পর নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজনের দায়িত্ব গ্ৰহণের পরেও দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদিহ তালাল। কিন্তু ছন্দপতন হয় গত বৃহস্পতিবার। এদিন নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান।

   

Also Read | বাগান প্রসঙ্গে ‘বিস্ফোরক’ মোহনত্যাগী হুগো বুমোস? জানুন  

সেই ম্যাচেই বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হন এই ফরাসি তারকা। মাটিতে পড়ে গিয়ে প্রবল যন্ত্রনায় মাঠের মধ্যেই আর্তনাদ করতে থাকেন এই মিডফিল্ডার। যারফলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই দাপুটে ফুটবলারকে। তা দেখে প্রায় সকলেই অনুমান করতে পেরেছিল যে আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। সাময়িক সুশ্রুষার পর মাঝে একবার মাঠে ফিরে আসলেও খুব একটা সময় সক্রিয়তা দেখাতে পারেননি এই দাপুটে ফুটবলার।

Also Read | কলকাতা থেকে ভারতীয় ফুটবল নিয়ে আবেগপ্রবণ বার্তা ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের  

শেষ পর্যন্ত তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন অস্কার ব্রুজন‌‌‌। পরিবর্তে মাঠে আসেন ভারতীয় উইঙ্গার নন্দকুমার সেকার। যারফলে কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। কিন্তু অনবদ্য লড়াই করেও আসেনি জয়। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগে দুইবারের সাক্ষাতেই পরাজিত হতে হয় ইস্টবেঙ্গল দলকে। পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও প্রথম একাদশ সাজাতে গিয়ে কালঘাম ছোটার মতো পরিস্থিতি স্প্যানিশ কোচের।

Also Readইস্টবেঙ্গল আর্কাইভ প্রদর্শনী শুরু, কোথায় এবং চলবে কত দিন? 

আসলে কয়েক ম্যাচ আগেই চোট পেয়েছিলেন সাউল ক্রেসপো। বর্তমানে যা পরিস্থিতি তাঁতে সম্পূর্ণ ফিট হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এই তারকার। এক্ষেত্রে মাদিহ তালালের উপর বাড়তি দায়িত্ব থাকলেও চোট পেয়েই মাঠ ছাড়তে হয় দলের আরেক মিডফিল্ডারকে। এছাড়াও কার্ড সমস্যার জন্য আগামী ম্যাচ খেলতে পারবেন জিকসন সিং। যারফলে পাঞ্জাব ম্যাচের আগে ব্যাপক চাপে ইস্টবেঙ্গল। বিশেষ সূত্র মারফত খবর, মাদিহ তালালের গুরুতর চোট থাকার দরুন এবার তাঁকে আন রেজিস্টার করানোর পরিকল্পনা নিয়েছে ম্যানেজমেন্ট। পরিবর্তে দলে আরেক বিদেশি ফুটবলারকে সই করাতে পারে ময়দানের এই প্রধান।