আর কিছু মুহুর্তের মধ্যেই যুবভারতী ময়দানে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)৷ ডার্বি জয়ের খরা কাটিয়ে এবার জয়ের আশা নিয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। অন্যদিকে, একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও বিরাট চমক দিতে চান সবুজ-মেরুন শিবিরের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো (coach Juan Fernando)।
বিরোধী দলকে প্রতিহত করতে এবং তাঁদের চ্যালেঞ্জকে কড়া টক্কর দিতে কী পদক্ষেপ? তা নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, দলের সবাই আমাদের পরিকল্পনা, কৌশল ভাল ভাবে জানে। যে-ই মাঠে নামুক, তার খেলতে অসুবিধা হওয়ার কথা নয় বা ভাল না খেলারও কোনও কারণ নেই। চূড়ান্ত দল বাছার সিদ্ধান্ত আমিই নিই এবং সেটা জেনেবুঝেই নেব। এই মুহূর্তে ও এই পরিস্থিতিতে যারা দলের কাজে লাগবে, তাদেরই মাঠে নামাব। কে খেলল না, তার অনুপস্থিতিতে কী হবে, এ সব ভেবে মাথা খারাপ করে লাভ নেই। দলের সবার প্রতি আস্থা আছে আমার।
একইসঙ্গে তিনি বলেন, বিরোধীদের নিয়ে বিশেষ কিছু ভাবছেন না৷ পাশাপাশি নিজের দলের দুই একজন খেলোয়াড়কেও বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না৷ তাঁর কথায়, আমাদের আক্রমণ বা রক্ষণ, যাই হোক না কেন, তার কৃতিত্ব বা দায় পুরো দলের। কোনও দু-একজন খেলোয়াড়কে এ জন্য আলাদা করে কোনও কৃতিত্ব দেওয়া ঠিক না। দলের সবাই যদি গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামে, তা হলে তা দলের পক্ষেই ভাল। বিপক্ষের দু-একজন খেলোয়াড়কে নিয়েও ভাবি না, পুরো দলটার ১১ জনের বিরুদ্ধে খেলতে হবে। তাই সবাইকে নিয়ে ভাবতে হচ্ছে।
একটানা হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় দলটাকে ট্র্যাকে ফিরিয়েছে৷ সেটাকে বিশেষভাবে লক্ষ্য করেছেন তিনি। এবিষয়ে হুয়ান ফেরান্দো বলেন, গত সপ্তাহে ওরা যে ভাবে মুম্বই সিটি এফসি-কে হারিয়েছে, তার প্রশংসা করতেই হবে। গত ছ-সাতটা ম্যাচ ধরে দেখা যাচ্ছে ওরা খুব ভাল পরিকল্পনা নিয়ে খেলছে। রক্ষণ, আক্রমণে সবেতেই পরিকল্পনার ছাপ রয়েছে। তাই ওদের সমীহ করতেই হবে৷