চলতি বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। শনিবার সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ঠিক আগে মে মাসে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে মে মাসের ২৩ তারিখ, শেষ হবে আগস্টের ২৭ তারিখ। এরপর ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অক্টবরের ৩১ তারিখ থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের শেষ ম্যাচ ১৭ নভেম্বর। এরপর রয়েছে বাংলাদেশ সিরিজ। ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে বাংলাদেশ।
T20 World Cup 2024: ৩৩ বলে সেঞ্চুরি করা ক্রিকেটারকে বাদ দিয়ে তৈরি হল বিশ্বকাপ স্কোয়াড
নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া মরসুম। অ্যান্টিগা ও জ্যামাইকায় দুটি টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরেই শুরু হবে ২০২৪ টি২০ বিশ্বকাপ। ২ জুন থেকে শুরু হবে সিরিজ। এবারের কুড়ি বিশের বিশ্বকাপে আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রিকেটের ক্ষুদ্রতুম ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ এবারেও খেতাব জয়ের ব্যাপারে অন্যতম ফেভারিট দল। বিশ্বকাপের ঠিক আগে তিনটি টি২০ ম্যাচ খেলতে চলেছে তারা। ফলত ওয়ার্ল্ড কাপের জন্য ক্যারিবিয়ানদের প্রস্তুতি যে বেশ ভালভাবেই হবে সেটা বলা অপেক্ষা রাখে না।
Rohit Sharma IPL: ভিডিও ডিলিট করেও চাপা রইল না সত্যি! মুম্বই ছাড়ছেন রোহিত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচ খেলবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। মে মাসের ২৩, ২৫ ও ২৬ তারিখে হবে ম্যাচ তিনটি। তিনটি ম্যাচই হবে জামাইকাতে।
Where will you be rallying from with the #MenInMaroon in 2024?🌴☀️#2024Fixtures pic.twitter.com/q4suQ5wBwt
— Windies Cricket (@windiescricket) May 10, 2024