West Indies cricket team: নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আগুন ঝরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

West Indies cricket team

ভারতের বিরুদ্ধে শুরুটা ভালোই করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies cricket team)। শুরুতেই তারা ফিরিয়ে দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরাচ্ছেন ওডিন স্মিথ।

বুধবার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে (One day international) টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারেই তারা সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়েছিল রোহিত শর্মা কে। মাত্র ৫ রান করেছেন তিনি। একাদশতম ওভারের পর উইকেট হারিয়েছে ঋষভ পন্থ। ৩৪ বলে ১৮ রান করেছেন তিনি। বিরাট কোহলিও ব্যার্থ। 

   

ওই একই ওভারেই আউট হয়েছেন তিনি। ১৮ রান করেছেন ৩০ বলে। উইন্ডিজের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন স্মিথ। রোহিতকে আউট করেছেন কেমার রোচ। 

তিন উইকেট হারানোর পর ভারতের হয়ে আপাতত দলের হল ধরেছেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। দুজনেই জবাব দিচ্ছেন ক্যারিবিয়ানদের আগুনে বোলিং – এর বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখার সময় ২৯ ওভারের ভারতের স্কোর ১৩০/৩। রাহুল খেলছেন ৪৬ রানে। ৪৫ বল খেলছেন তিনি। তাঁকে সঙ্গত দিচ্ছেন যাদব। ৫৮ বলে খেলে তিনি ইতিমধ্যে করেছেন অপরাজিত ৩৯ রান।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন