Andre Russell: আইপিএল শুরু হওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত রাসেলের

Andre Russell

বড় ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে একান্ত আলাপচারিতায় বড় ঘোষণা করেছেন তিনি। রাসেল জানিয়েছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। তবে কোচ বা ম্যানেজমেন্ট চাইলে তিনি অবসর থেকে ফিরবেন বলে সম্ভাবনা থাকছে। ক্রিকইনফোকে আন্দ্রে রাসেল বলেছেন, “আমার এখনও অনেক কিছু বাকি আছে। কিন্তু জানেন কোচের সঙ্গে আলোচনার পর আমি তাকে বলেছি, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাব। তবে তাদের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমি অবসর থেকে ফিরে আসব।” রাসেল বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন। আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারও দেখা যাবে তাকে।

   

সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন তিনি। দুই বছর পর ২০২৩ সালে তাকে খেলতে দেখা যায়। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যেতে পারে তাকে।

রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৮৪৬ রান ও ৪৬ উইকেট রয়েছে তার নামের পাশে। স্ট্রাইক রেট ১৫৭ এর উপরে। আইপিএলে দলের হয়ে ১১২ ম্যাচ খেলে ২২৬২ রান ও ৯৬ উইকেট নিয়েছেন রাসেল। ২০২৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলকে। ৫৬টি ওয়ানডে খেলা আন্দ্রে রাসেল ২০১৯ সাল থেকে দলের বাইরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন