জাতীয় যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম শান্তিপুরের পারমিতা

হিমাচল প্রদেশের পুণার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৯ তম জুনিয়র এবং সাব-জুনিয়র ন্যাশনাল যোগা ফোর্স চ্যাম্পিয়নশিপে (Junior Yoga Championship) জাতীয় পর্যায়ে…

West Bengal's Parmita Shines with First Place in National Yoga Championship

হিমাচল প্রদেশের পুণার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৯ তম জুনিয়র এবং সাব-জুনিয়র ন্যাশনাল যোগা ফোর্স চ্যাম্পিয়নশিপে (Junior Yoga Championship) জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের কৃতী যোগাসন প্রতিযোগী পারমিতা। এই যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো পশ্চিমবঙ্গ যোগা অ্যাসোসিয়েশনের তরফে, যেখানে পারমিতার যোগ্যতা এবং দৃঢ় মনোবল তাকে এনে দিয়েছে চ্যাম্পিয়নশিপে সেরা খেতাব।

পারমিতা নদিয়ার শান্তিপুর সুত্রাগড়ের বাসিন্দা এবং সে মাত্র ৭ বছর বয়স থেকেই যোগাসনের প্রশিক্ষণ নিতে শুরু করে। দীর্ঘ এই পরিশ্রম ও সাধনার ফলেই সে জাতীয় পর্যায়ে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের বিভাগে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়। বর্তমানে পারমিতা শান্তিপুর তন্তুবায় সংঘ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং যোগাসন করাও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।

   

পারমিতা জানিয়েছে, ছোটবেলায় যোগাসনের প্রতি আগ্রহ জন্মালেও এখন এটি তার জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণা। এর আগে স্কুল স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় এই প্রথম পুরস্কার লাভ করেছে সে। জেলা এবং রাজ্য স্তরেও সে একাধিকবার পুরস্কৃত হয়েছে, তবে জাতীয় পর্যায়ে এমন সাফল্যের স্বপ্ন এবারই পূরণ হল। পারমিতার কথায়, “বর্তমানে মোবাইল আসক্তির কারণে অনেকেই সুস্থ জীবনযাপন ভুলতে বসেছেন। সকলের উদ্দেশ্যে বলব, সুস্থ শরীর এবং মন বজায় রাখতে যোগাসন অনুশীলন করুন।”

পারমিতার এই সাফল্যে গর্বিত তার পরিবার। তার বাবা-মা জানিয়েছেন, প্রতিনিয়ত পরিশ্রম এবং সাধনা চালিয়ে যাওয়ার ফলেই এই সাফল্য অর্জন করেছে পারমিতা। তাদের মুখে এখন চওড়া হাসি। ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের লক্ষ্যে পারমিতা যেমন উৎসাহিত, তার পরিবারও সমানভাবে উৎসাহ প্রদান করছে। পারমিতার মা-বাবা দুজনেই জানান, আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই সে এগিয়ে যাবে।

পারমিতার এই অর্জন শুধু তার পরিবারকেই নয়, বরং পশ্চিমবঙ্গকেও গর্বিত করেছে। রাজ্যের তরফে তাকে সম্মাননা জানানো হয়েছে এবং রাজ্য যোগা অ্যাসোসিয়েশনও তার এই কৃতিত্বের প্রশংসা করেছে।