২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (IND vs PAK Champions Trophy 2025) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) বনাম পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। বিরাট কোহলি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি শুভমান গিলও তার দুর্দান্ত ইনিংস দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন। ভারতের এই জয়ে প্রতিটি ভারতীয় ভক্ত উচ্ছ্বসিত ছিল। এই ম্যাচে পরাজয়ের ফলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায়। তবে ভারতের বিপক্ষে এই হারের পর পাকিস্তান দলটি শুধু ফলাফল নিয়ে নয়, একটি বিশেষ ঘটনার জন্যও সংবাদে উঠে আসে।
হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদের (Abrar Ahmed) অঙ্গভঙ্গি সকলের নজর কেড়েছে । টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন। তবে ৪৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এই উইকেটটি নেন পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ। উইকেট নেওয়ার পরে আবরার আহমেদ আচরণে এক ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, যা ক্রিকেট প্রেমীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে।
আবরার আহমেদের (Abrar Ahmed) অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন তিনি গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলছেন। তার এই অঙ্গভঙ্গির কারণে অনেকেই সমালোচনা ঝড় উঠেছিল। গিলের উইকেট শিকার করে এমন মাতামাতি করাটা অনেকের কাছে অপ্রসঙ্গ মনে হয়েছে।
এই ঘটনার উল্লেখ করে পশ্চিমবঙ্গ পুলিশও (West Bengal Police)আবরারকে লক্ষ্য করে এক হাস্যকর পোস্ট দেয় তাদের অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে লেখা হয়, “মাঠে হোক কিংবা রাস্তা-ঘাটে, ঘাড় সবসময় সোজা রাখুন। নাহলে ঘাড়ধাক্কা খেয়ে যেতে পারেন!” পোস্টটি খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে অনেকেই আবরারের অঙ্গভঙ্গিকে সমালোচনা করেন।
View this post on Instagram
পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police)আবরারকে পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ রকস। অন্যএকজন লিখেছেন দুর্দান্ত হয়েছে। অসাধারণ পুলিশবাবুরা। আরেকজন লিখেছেন খেলার মাঠে এসব একটু আধটু অশিক্ষিতরা করেই থাকে…জবাব খেলাতেই দিতে হবে।
ম্যাচের ফলাফলও পাকিস্তানের (Pakistan cricket team) জন্য হতাশাজনক ছিল। পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা দ্রুত উইকেট হারাতে থাকে এবং পুরো দল ২৪১ রানে অলআউট হয়ে যায়। তাদের ইনিংসের তেমন কোনো বড় পারফরম্যান্স ছিল না, যা পাকিস্তান দলকে ম্যাচে প্রতিযোগিতা করতে সাহায্য করত। এরপর ভারতের ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় লাভ করে। ভারতীয় দল দ্রুতই ২৪২ রানের লক্ষ্য ছুঁয়ে নেয় এবং ম্যাচটি নিজেদের করে নেয়।