Sunday, December 7, 2025
HomeSports NewsKanyashree Cup: গোলের সুযোগ নষ্ট, কন্যাশ্রী কাপে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের

Kanyashree Cup: গোলের সুযোগ নষ্ট, কন্যাশ্রী কাপে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের

- Advertisement -

এবারের কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) ফুটবল টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। প্রথমে কালীঘাট স্পোর্টস লাভার্সের ফুটবল দলকে প্রায় এগারো গোলে পরাজিত করেছিল কলকাতার এই প্রধান। তারপর দ্বিতীয় ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের মুখোমুখি হয়েছিল তুলসীরা। পুরো সময়ের শেষে সাত গোলে জয় এসেছিল তাদের।

তারপর পরবর্তী ক্ষেত্রে নিজেদের ঘরের মাঠে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ডার্বি জয় করে ফের ছন্দে ফিরেছিল দল। তবে এবার ফের ধাক্কা খেল লাল-হলুদ ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ বিকেলে নিজেদের ক্লাবের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ফের পশ্চিমবঙ্গ পুলিশের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল।

   

সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল। যারফলে, কিছুটা হলেও অখুশি সকলে। আসলে গত ম্যাচেই তাদের পরাজিত করেছিল মশাল বাহিনী। তাই আজকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। আসলে আজ ম্যাচের শুরু থেকেই ঘনঘন আক্রমণে কার্যত দিশেহারা হয়ে ওঠে পশ্চিমবঙ্গ পুলিশের রক্ষনভাগ। কিন্তু ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। যার দরুণ গোলের মুখ খোলা সম্ভব হয়নি খুব একটা। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধে ও যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে মশাল ব্রিগেডের মহিলারা। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে চ্যাম্পিয়নশিপের আশা এখনো রয়েছে ময়দানের এই প্রধানের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular