ভারতীয় ফুটবলের (Indian Football) প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup 2025) আবারও ফিরছে ফুটবলপ্রেমীদের (Football Fans) মাঝে। আগামী ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিক অফ হতে চলেছে শতাব্দী প্রাচীন এই ফুটবল আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুর্নামেন্ট নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে উত্তেজনা, তৈরি হচ্ছে বিশেষ আবহ, বিশেষ করে বাংলা থেকে এবারে অংশ নিচ্ছে চারটি দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার এফসি।
এবারের ডুরান্ড কাপ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ফোর্ট উইলিয়ামে পক্ষ থেকে বুধবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এবছর ডুরান্ড কাপ কমিটির চেয়ারম্যান এবং ভারতীয় সেনাবহিনীর উচ্চ পদাধিকারী অফিসার মোহিত মালহোত্রা জানান, এবার টুর্নামেন্টে পুরস্কারমূল্য দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। শুধু তাই নয়, সেরা পারফরমারদের — গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভসজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার হিসাবে এসইউভি গাড়ি। পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বাংলার ক্রীড়াক্ষেত্রে সরকারের সক্রিয় ও আন্তরিক ভূমিকারই প্রতিফলন পাবে।
ডুরান্ড কাপের ইতিহাসে এবার প্রথমবার অংশ নিচ্ছে বেশ কিছু নতুন দল — ডায়মন্ডহারবার এফসি, আইটিবিপি, সাউথ ইউনাইটেড, ওয়ান লাদাখ, নামধারী এফসি, সঙ্গে বিদেশি দল হিসেবে থাকছে নেপালের ত্রিভুবন আর্মি ও মালয়েশিয়ার আর্মি টিম। ফুটবল প্রেমীদের কাছে এটি এক আন্তর্জাতিক মেজাজের অভিজ্ঞতা দিতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খেলার মঞ্চ এবার কেবল কলকাতায় সীমাবদ্ধ থাকছে না। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মোট পাঁচটি শহরের ছয়টি মাঠে অনুষ্ঠিত হবে। কলকাতায় যুবভারতী ও কিশোরভারতীর পাশাপাশি রয়েছে কোকরাঝাড়, ইম্ফল, শিলং এবং জামশেদপুর। টানা ছয় বছর ডুরান্ড কাপ সফলভাবে আয়োজন করতে পারায় গর্বিত রাজ্য ক্রীড়া দফতর। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা জানান, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারের বিভিন্ন বিভাগ মিলে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য নিরলসভাবে কাজ করছে।”
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। এর মধ্যে রয়েছে ৬টি আইএসএল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং আইএসএলে পদার্পণ করা মহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগের ৬টি দল ও সেনাবাহিনীর তিনটি দলও টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
টিকিট বণ্টন নিয়ে প্রতি বছরই অভিযোগ ওঠে, বিশেষ করে কলকাতার তিন প্রধান ক্লাবের সমর্থকদের তরফে। এবার সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে তিন প্রধান এবং ডায়মন্ডহারবারের প্রতিটি ম্যাচে সাধারণ গ্যালারির জন্য ৫ হাজার করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে ক্লাবগুলিকে। ভিআইপি গ্যালারির জন্য বরাদ্দ থাকবে ২০০টি টিকিট এবং ডার্বি ম্যাচে ভিআইপি টিকিটের সংখ্যা হবে ১৫০টি। এছাড়াও থাকবে নির্দিষ্ট পরিমাণ প্রাইস টিকিট, যা কিনে খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল, তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড। ৬ অগস্ট তারা খেলবে নামধারী এফসির বিরুদ্ধে, এবং ১০ অগস্ট মুখোমুখি হবে বায়ুসেনা দলের। ৩১ জুলাই নিজেদের অভিযান শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্টস, তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। এছাড়াও ৪ অগস্ট বিএসএফ এবং ৯ অগস্ট ডায়মন্ডহারবারের বিরুদ্ধে মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে প্রেসিডেন্টস কাপ, যা প্রদান করা হবে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে।
ফুটবলের এই মহোৎসব ঘিরে কলকাতা এবং গোটা বাংলায় নতুন করে প্রাণ ফিরেছে ক্রীড়ামোদীদের মধ্যে। দীর্ঘ সময় পরে বাংলার ফুটবলে আন্তর্জাতিক রঙ লেগেছে ডুরান্ড কাপের মাধ্যমে, আর তা দেখার জন্য মুখিয়ে আছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। এই বছর ডুরান্ড কাপ সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক।
West Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate Durand Cup 2025