১৯১১ সালের স্মৃতি উসকে মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তা মোহনবাগান দিবসে

প্রতিবছরের মতো এবছরও অত্যন্ত আবেগ ও ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হবে ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day 2025)। ১৯১১ সালের এই ঐতিহাসিক দিনে ব্রিটিশ ক্লাব ইস্ট…

Mamata Banerjee letter to Mohun Bagan club on occasion of Mohun Bagan Day 2025

প্রতিবছরের মতো এবছরও অত্যন্ত আবেগ ও ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হবে ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day 2025)। ১৯১১ সালের এই ঐতিহাসিক দিনে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয়ের গৌরব অর্জন করে মোহনবাগান। সেই স্মৃতিকে সম্মান জানাতেই ২৯ জুলাই উদযাপন করা হয় ‘মোহনবাগান ডে’। এবার দিনটিকে আরও বিশেষ করে তুলল মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আন্তরিক শুভেচ্ছা বার্তা। এছাড়া মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস তথা টুটু বোসের ‘মোহনবাগান রত্ন’ সম্মানপ্রাপ্তি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত হবেন ক্লাবের বর্তমান ও প্রাক্তন প্রশাসনিক সদস্য, প্রাক্তন খেলোয়াড়, শিল্পী এবং বহু সবুজ-মেরুন সমর্থক। এদিন দুপুরে ক্লাব প্রাঙ্গণে ‘অমর একাদশ’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর ক্লাব মাঠে রয়েছে প্রাক্তন ফুটবলারদের মধ্যে এক প্রীতি ম্যাচ, যা প্রতি বছরই হয়ে ওঠে এক আবেগঘন পুনর্মিলনের উপলক্ষ।

   

সন্ধ্যায় স্টেডিয়ামে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরের মাধ্যমে পরিবেশকে মাতিয়ে তুলবেন সৌরেন্দ্র ও সৌম্যজিত। তারপর একে একে প্রদান করা হবে বিভিন্ন বিভাগে সম্মাননা। বছরের সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার ও অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এরপর ক্লাব প্রশাসনের অন্যতম স্তম্ভ টুটু বোসের হাতে ‘মোহনবাগান রত্ন’ সম্মান তুলে দেওয়া হবে।

বিশেষ এই দিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ ২৯ জুলাই। মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে জেনে খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসেই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল। যা খেলাধুলার ঊর্ধ্বে গিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে।”

Advertisements

তিনি আরও জানান, “গর্বের এই মুহূর্তে আমি সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে আরও উচ্চতায় আসীন হবে।” অনুষ্ঠানের শেষে দর্শকদের মন জয় করবেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তাঁর গানের সুরে যেন গৌরবের আবেগ আরও গাঢ় হয়ে উঠবে।

West Bengal Chief Minister Mamata Banerjee letter to Mohun Bagan club on occasion of Mohun Bagan Day 2025