মাত্র ২৫ টাকায় দেখা যাবে ভারতের ম্যাচ

আগামীকাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে ব্লু-টাইগার্স (India vs Qatar)। এই ম্যাচে জয় আসলেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে চলে…

Watch India vs Qatar Match

আগামীকাল দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে ব্লু-টাইগার্স (India vs Qatar)। এই ম্যাচে জয় আসলেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে চলে যাবে ভারত। তবে আজ পর্যন্ত কাতারের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি ইগর স্টিমাচের ছেলেরা।

পূর্বে যতবার সাক্ষাৎ হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। যারফলে এই ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে মহেশদের কাছে। এই ম্যাচের উপরেই নির্ভর করবে ভারতের টিকে থাকা। হিসেব বলছে, কাতারের বিপক্ষে ম্যাচ ড্র করলেও কিছুটা আশা থাকবে তাদের।

   

যদিও সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম কুয়েত ম্যাচের দিকে। সেই ম্যাচ অমীমাংসিত থাকলেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে দল। তবে কাতারের বিপক্ষে পুরো পয়েন্ট পাওয়ার জন্য আশাবাদী ভারতের বর্তমান অধিনায়ক গুরপ্রীত সিং সিন্ধু। কয়েকদিন আগে একটি মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার কথাই উল্লেখ করেন‌ তিনি। কিন্তু সল্টলেকের বুকে গত কুয়েত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ায় যথেষ্ট হতাশ ভারতীয় ফুটবলপ্রেমীরা। তাছাড়া সুনীল ছেত্রীর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলতে পারে এই ম্যাচের মধ্যে।

তবুও বহু আশা নিয়ে এই ম্যাচের দিকে নজর রাখবে ভারতের আপামর ফুটবলপ্রেমী মানুষ। কিন্তু কোথায় দেখা যাবে এই ম্যাচ? আজ নিজেদের অফিসিয়াল পেজ থেকে এই নিয়েই বিশেষ আপডেট দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই অনুসারে আগামীকাল ভারতীয় সময় রাত ৯টা বেজে ১৫ মিনিটে শুরু হবে খেলা। যেটি সম্প্রচারিত হবে ফ্যানকোড নামক অনলাইন প্ল্যাটফর্মে। মাত্র ২৫ টাকা খরচ করেই দেখা যাবে সম্পূর্ণ ম্যাচ।কিন্তু আদৌ এই ম্যাচ টিভিতে দেখানো হবে কিনা সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি। ‌