জাতীয় দলের ৩ বছর ধরে সুযোগ না পেয়ে শুধু জলের বোতল বইছেন এই ক্রিকেটার

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। ৩-১ ব্যবধানে সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে ভারত। আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে আরও…

Washington Sundar

short-samachar

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। ৩-১ ব্যবধানে সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে ভারত। আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে আরও একটি টেস্ট। এই সিরিজে একজন খেলোয়াড় ৩ বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তবে রোহিত শর্মাকে তাঁকে প্রথম একাদশে রাখেননি।

   

দীর্ঘ অপেক্ষার পরও মাঠে উপস্থিত ক্রিকেটারদের জন্য শুধু জলের বোতল বইতে দেখা যায় এই খেলোয়াড়কে। ২০২১ সালে টিম ইন্ডিয়ার হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর থেকে ওয়াশিংটন ম্যান ইন ব্লু-এর প্রথম একাদশে আর তেমন সুযোগ পাচ্ছেন না। চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা চোটের কবলে পড়ার পর টেস্ট স্কোয়াডে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।

স্কোয়াডে থাকলেও অধিনায়ক রোহিত শর্মা তাঁকে প্লেয়িং ইলেভেনে খেলানোর যোগ্য মনে করেননি। জাদেজা ফেরার পর সুন্দরের খেলার সম্ভবনা আরও কমে যায়। তখন তাঁকে স্কোয়াড থেকে ফের বহিষ্কার করা হয়। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়তে থাকায় ওয়াশিংটন সুন্দরের পক্ষে ফেরা কঠিন হয়ে পড়েছে।

টিম ইন্ডিয়ায় খুব একটা সুযোগ পাননি ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তাঁর। এরপর থেকে এখনও পর্যন্ত দুই ফরম্যাটে নিজের ৫০ টি ম্যাচও পূর্ণ করতে পারেননি তিনি। ভারতের হয়ে ৪ টি টেস্ট খেলেছেন সুন্দর। যেখানে ২৬৫ রান দিয়ে ৬ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। খেলেছেন ১৯ টি ওয়ানডে। একদিনের ক্রিকেট ফরম্যাটে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াশিংটন অংশ নিয়েছে ৪৩ টি ম্যাচে। এ সময় ব্যাটিংয়ে ১০ গড়ে ১০৭ রান করার পাশাপাশি বোলিংয়ে ৩১ উইকেট যুক্ত করেছেন নিজের নামে।