সময় মতো ভিসা না পাওয়ার অভিযোগে আগামী ২৪ অক্টোবর মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে AFC কাপের (AFC Cup) ম্যাচ না খেলার কথা বলেছিল বসুন্ধরা কিংস। বাগানের বিরুদ্ধে এটি কিংসের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচ নিয়ে জটিলতা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ভিসা সমস্যা মিটেছে। আজই ভারতে আসছে বাংলাদেশের অন্যতম সেরা এই ফুটবল ক্লাব।
শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল ভিসা প্রসঙ্গে বসুন্ধরা কিংসের অভিযোগ। বসুন্ধরা কিংসের পক্ষ থেকে এক AFC কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, “ভিসার ব্যাপারে AIFF কিংবা ইন্ডিয়ান এম্ব্যাসির পক্ষ থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না।”
চিঠিতে আরও বলা হয়েছিল, “২২ অক্টোবর রওনা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিমানের টিকিট বুক করেছিলাম। এমনকি ভারতে থাকার জন্য হোটেল পর্যন্ত বুক করা হয়ে গিয়েছে। এ ব্যাপারে ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষকে আমরা জানিয়েছিলাম। সব অগ্রিম বুক করা হয়েছিল। কিন্তু ভিসা না পাওয়ায় এখন আমরা সমস্যায় পড়েছি। জরুরি ভিত্তিতে সমস্ত বুকিংয়ের সময় বদল করাও সম্ভব নয়। ২১ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে ভিসা না পেলে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এই ম্যাচ খেলা আমাদের পক্ষ সম্ভব হবে না।”
শেষ পাওয়া খবর অনুযায়ী বসুন্ধরা কিংসের দাবি অনুযায়ী দেরি করে হলেও তাদের ভিসা মঞ্জুর করা হয়েছে। ভারতে পৌঁছানোর জন্য এখনও সময় রয়েছে কিংসের কাছে। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ম্যাচ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।