World Cup Final: ৪, ৪, ৪… খেলা শুরু করে দিলেন বিরাট

World Cup Final: প্রথম উইকেটে বড় রান করতে পারল না ভারত। ভাঙন ধরাল অস্ট্রেলিয়া। ভাঙল ভারতের ওপেনিং জুটি। ৪.২ দুই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন ভারতের…

Virat Kohli

World Cup Final: প্রথম উইকেটে বড় রান করতে পারল না ভারত। ভাঙন ধরাল অস্ট্রেলিয়া। ভাঙল ভারতের ওপেনিং জুটি। ৪.২ দুই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন ভারতের এক ব্যাটসম্যান। ক্রিজে এসেছেন বিরাট। সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছে রানের গতি।

ম্যাচের শুরু থেকে চালিয়ে খেলা শুরু করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। দলগত ৯ রানের মাথায় আসে টিম ইন্ডিয়ার প্রথম বাউন্ডারি। এর কিছু পর আরও একটি চার ও একটা ওভার বাউন্ডারি মারেন হিটম্যান। অন্য দিকে নিশ্চুপ ছিলেন শুভমন গিল। বড় রান করতে পারলেন না তিনি। আউট হয়ে ফিরে গিয়েছেন সাজঘরে। দলগত তিরিশ রানে প্রথম উইকেট হারাল ভারত। সাত বলে মাত্র ৪ রানে আউট শুভমন গিল। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা উইকেট নিয়েছেন।

   

Advertisements

গিল ফিরে যাওয়ার পর ক্রিকে আসেন বিরাট কোহলি। আপাতত ভারতের রানের চাকা ঘোরাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিরাট আসার পর রানের গতি বাড়তে শুরু করেছে ক্রমশ। পরপর আসতে শুরু করেছে বাউন্ডারি। ভয়ংকর দেখাচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিকে। মিচেল স্টার্কের ওভারে পরপর তিনটি চার মেরেছেন বিরাট।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News