সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)। এই সিদ্ধান্তে যেমন অনেক ভক্ত হতাশ হয়েছেন, তেমনই আবার ক্রিকেটবিশ্বে তৈরি হয়েছে এক নতুন কৌতূহল। এই অবসর কি চূড়ান্ত, নাকি ফের দেখা যাবে কিং কোহলিকে সাদা জার্সিতে? একাধিক সূত্র বলছে, অবসর সত্ত্বেও কোহলিকে আবার দেখা যেতে পারে লাল বলের ক্রিকেটে। তবে সেটা ভারতীয় জাতীয় দলের হয়ে নয়, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।
নেতৃত্ব, দর্শন ও ভবিষ্যতের ভিত্তিতে নজর কাড়ছেন এই ভারতীয় কোচ
মিডলসেক্সে বিরাট কোহলির সম্ভাব্য যাত্রা
শোনা যাচ্ছে, ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি দল মিডলসেক্স (Middlesex) আগ্রহ প্রকাশ করেছে বিরাট কোহলিকে (Virat Kohli) তাদের দলে অন্তর্ভুক্ত করতে। মিডলসেক্সের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালান কোলম্যান নিজেই স্বীকার করেছেন যে, তিনি বিরাট কোহলির মতো একজন আইকনিক ক্রিকেটারকে দলে পেলে অত্যন্ত গর্বিত হবেন। তিনি বলেন, “কোহলি আমার প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার। আমরা তার মতো খেলোয়াড়কে আমাদের দলে পেতে অত্যন্ত আগ্রহী।”
কোহলির মতো একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী ক্রিকেটারকে পেলে মিডলসেক্সের তরুণ ক্রিকেটাররাও উপকৃত হবে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও এখনও পর্যন্ত বিরাট নিজে বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি, তবে যে ভাবে মিডলসেক্স আগ্রহ প্রকাশ করছে, তাতে জল্পনা আরও জোরাল হচ্ছে।
আইপিএল ফাইনাল প্রসঙ্গে ‘মহারাজের’ মন্তব্যে আশার আলো
IPL শেষে ইংল্যান্ড যাত্রা?
বর্তমানে বিরাট কোহলি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন। আইপিএল ২০২৫ আসর শেষ হতেই অনেকেই মনে করছেন, তিনি ইংল্যান্ডে রওনা দিতে পারেন মিডলসেক্সের সঙ্গে আলোচনার জন্য। যদি সব কিছু পরিকল্পনামাফিক হয়, তবে খুব শীঘ্রই ইংল্যান্ডের কাউন্টি ময়দানে ফের দেখা যেতে পারে কিং কোহলিকে।
তবে একটি প্রশ্ন থেকেই যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কি কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার জন্য কোহলিকে ছাড়পত্র দেবে? জানা যায়, চুক্তিবদ্ধ ভারতীয় ক্রিকেটাররা সাধারণত বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন না। তবে লাল বলের কাউন্টি ক্রিকেট বা মেট্রো ব্যাংক কাপের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিয়ম তুলনামূলকভাবে নমনীয়।
সুনীল ছেত্রীর আগমনে বেঙ্গালুরুতে জ্বলে উঠল ব্লু টাইগ্রেসদের ক্যাম্প
কিংবদন্তিদের তালিকায় মিডলসেক্স
মিডলসেক্সের হয়ে অতীতে একাধিক বিশ্বখ্যাত ক্রিকেটার খেলেছেন। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, যিনি কোহলির দীর্ঘদিনের আইপিএল সতীর্থ, তিনিও এই দলের হয়ে খেলেছেন। চলতি সিজনে মিডলসেক্সের হয়ে খেলছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে কোহলির মিডলসেক্সে যোগদান হলে তাঁকে উইলিয়ামসনের সঙ্গে একসঙ্গে খেলতে দেখা যাবে। এই জুটি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে—এখন দেখার বিষয়, তারা কাউন্টি ময়দানেও সেই কৃতিত্ব বজায় রাখতে পারেন কিনা।
বিরাটের ‘নতুন অধ্যায়’?
টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও, বিরাট কোহলি এখনও একদিনের ক্রিকেট ফর্ম্যাটে সক্রিয় রয়েছেন। তবে আইপিএল ও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের বাইরে তাঁর ক্রিকেট জীবনের নতুন দিগন্ত খুলে যেতে পারে এই কাউন্টি অভিজ্ঞতার মাধ্যমে। অনেকের মতে, এই সিদ্ধান্ত কোহলির ক্রিকেট কেরিয়ারে এক নতুন অধ্যায় হতে পারে—যেখানে তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই নয়, একজন অনুপ্রেরণা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
প্লে-অফের সমীকরণে ধোঁয়াশা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে দিল্লির বাধা গুজরাট
বিরাট কোহলিকে আবার সাদা জার্সিতে খেলতে দেখার সম্ভাবনা নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর খবর। যদিও এই খবরের সত্যতা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবুও মিডলসেক্সের আগ্রহ এবং বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, ক্রিকেটপ্রেমীরা শীঘ্রই কোহলিকে আবার টেস্ট ধাঁচের ক্রিকেটে দেখতে পাবেন—এবার ইংল্যান্ডের ঘরোয়া মাটিতে। এখন শুধু সময়ই বলে দেবে, কিং কোহলি মিডলসেক্সের হয়ে মাঠে নামবেন কিনা।