Virat Kohli : শততম ম্যাচেও কোহলির ব্যাট হাতে বিরাট ব্যর্থতা 

আহমেদাবাদে ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দু’নম্বর খেলাটি ছিল দেশের মাটিতে বিরাট কোহলির (Virat Kohli) ১০০ তম ম্যাচ।কিন্তু নিজের শততম ম্যাচেও কোহলির ব্যাট…

আহমেদাবাদে ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দু’নম্বর খেলাটি ছিল দেশের মাটিতে বিরাট কোহলির (Virat Kohli) ১০০ তম ম্যাচ।কিন্তু নিজের শততম ম্যাচেও কোহলির ব্যাট হাতে বিরাট ব্যর্থতাই ধরা পড়লো।

৩০ বলে ১৮ রান করে বিরাট কোহলি ওডিয়ান স্মিথের বলে ক্যারিবিয়ান উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে।ভারত বিরাটের উইকেট হারিয়ে তখন স্কোরবোর্ডে ৪৩ রান তুলেছে ১১.৬ ওভারে তিন উইকেটের বিনিময়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

চলতি সিরিজের প্রথম ওডিআই’তেও বিরাট কোহলি ৪ বলে ৮ রান করে আউট হয়ে যায়, দেশের মাটিতে ৯৯ তম একদিবসীয় ম্যাচে।ভারত প্রথম ওডিআই ম্যাচ, যা আহমেদাবাদে হয়েছিল ওই ম্যাচ ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জেতে।

বুধবার আহমেদাবাদের দ্বিতীয় ওডিআই’তে ক্যারিবিয়ানরা টসে জিতে বোলিং’র সিদ্ধান্ত নেয়।এই প্রতিবেদন লেখার সময়ে ভারত ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে ৪৪.১ ওভারে। ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৮ বলে ৫,ঋষভ পন্থ ৩৪ বলে ১৮,কেএল রাহুল ৪৮ বলে ৪৯ রান করে রান আউটের শিকার হয়।সূর্যকুমার যাদব ৮৩ বলে ৬৪,ওয়াশিংটন সুন্দর ৪১ বলে ২৪ রান করে। দীপক হুডা ১৩ বলে ১৯ এবং শার্দূল ঠাকুর ৯ বলে ২ রান করে ক্রিজে রয়েছে।