Virat Kohli: কামিন্সের সামনে রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন বিরাট

Virat Kohli

কথা বলতে শুরু করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। বিরাটের ব্যাট কথা বলা শুরু করা মানেই রেকর্ড। রবিবার বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচেও তার অন্যথা হল না। একটু চালিয়ে খেলতে শুরু করতেই নতুন মাইল ফলক স্পর্শ করলেন বিরাট।

দুই অংকের ঘরে রান করার আগেই আউট হন শুভমন গিল। তারপর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা উইকেটে ততক্ষণে নোঙর ফেলে দিয়েছেন। ফলে বিরাট সহজে শুরু করতে পেরেছেন নিজের খেলা। হুহু করে বাড়তে শুরু করে ভারতের রানের গতি। বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার মিচেল স্টার্ককে নিয়ে ছেলেখেলা করলেন। পরপর তিন বলে চার।

   

বিরাটের ব্যাটিং দেখে আহমেদদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম মুখরিত হয় করতালিতে। ফুটতে শুরু করে রবিবারের দুপুর। দেখতে দেখতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকেও ছাপিয়ে গেলেন বিরাট। ওডিআই ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবথেকে বেশি রান করা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন বিরাট। এদিকে তিনি পিছনে ফেললেন রিকি পন্টিংকে। আপাতত এই তালিকায় দ্বিতীয় (১ হাজার ৭৪৪ রান) স্থানে উঠে এসেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন