Virat Kohli: আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বড় দুটি রেকর্ড ভাঙলেন বিরাট

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে আবারও জ্বলে উঠেছে কোহলির (Virat Kohli ) ব্যাটে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের…

Virat Kohli

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে আবারও জ্বলে উঠেছে কোহলির (Virat Kohli ) ব্যাটে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফের রেকর্ড ভাঙা গড়ার খেলা।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন কোহলি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন কোহলি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের সবচেয়ে বড় রেকর্ড ভাঙলেন তিনি। একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি পন্টিংকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। এ ছাড়া সচিন তেন্ডুলকরের বিশাল এক রেকর্ডও ভাঙলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ফিফটি প্লাস করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের নামে। সচিন বিশ্বকাপে সর্বোচ্চ ৭ বার ফিফটি প্লাস করেছেন। আজ অষ্টমবারের মতো ফিফটি প্লাস করে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির দুর্দান্ত রেকর্ডও ভাঙলেন কোহলি। এই ৮ ইনিংসের মধ্যে কোহলি এখনও পর্যন্ত ব্যাট হাতে দু’বার সেঞ্চুরিও করেছেন।

Advertisements

বিরাট কোহলি এই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছেন। বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ডের সমকক্ষ হয়েছেন এই বিশ্বকাপেই। প্রতি ম্যাচে কোহলির ব্যাট থেকে পাওয়া যাচ্ছে বলার মতো ইনিংস। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যে দলই হোক না কেন, কোহলির ব্যাট থেমে নেই। এমন পরিস্থিতিতে বিরাটকে কেন্দ্র করে সমর্থকদের প্রত্যাশার পারদ আরও বাড়তে শুরু করেছে।