এক ম্যাচে কত টাকা স্যালারি পান বিরাট? শুনলে চোখ উঠবে কপালে

টি-২০ বিশ্বকাপের পর সম্প্রতি বিরাট কোহলি (Virat Kohli Salary One Match) শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে গিয়েছিলেন। তবে এই সিরিজে তিনি একেবারেই নজর কাড়া…

Virat Kohli

টি-২০ বিশ্বকাপের পর সম্প্রতি বিরাট কোহলি (Virat Kohli Salary One Match) শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলতে গিয়েছিলেন। তবে এই সিরিজে তিনি একেবারেই নজর কাড়া পারফরম্যান্স করতে পারেননি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর বিরাট কোহলি আপাতত টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলছেন। ভারতের এই তারকা ব্যাটার টিম ইন্ডিয়ার বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি বিত্তবান। আপনারা কি জানেন যে এক বছরে ক্রিকেট খেলে মোট কত টাকা উপার্জন করেন? এক একটা ম্যাচ খেলেই বা তাঁর ইনকাম কত হয়?

একেবারে ক্যাপ্টেন হয়ে ফিরছেন ঈশান কিষাণ! সামনেই ভারতের একাধিক সিরিজ

   

ক্রিকেট থেকে বিরাটের বার্ষিক আয়
২০০৮ সালে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন বিরাট কোহলি। আজ গোটা বিশ্বে তিনি ‘কিং’ হিসেবে পরিচিত। ইতিমধ্যে বিরাট এমন কয়েকটি রেকর্ড কায়েম করেছেন, যা আগামী ভবিষ্যতে ভাঙা খুব একটা সহজ হবে না। টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের পর বিরাটের ঝুলিতেই সবথেকে বেশি শতরান রয়েছে। এর পাশাপাশি বিরাটের বার্ষিক উপার্জন নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বোর্ডের পক্ষ থেকে তিনি বছরে ৭ কোটি টাকা পেয়ে থাকেন। বিরাটকে গ্রেড A+ ক্যাটেগরিতে রাখা হয়েছে।

এক একটা ম্যাচের জন্য কত টাকা পান বিরাট কোহলি?
সম্প্রতি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক একটা ম্যাচ খেলার জন্য তিনি ৩ লাখ টাকা করে পেতেন। এছাড়া একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য কোহলি ৬ লাখ টাকা করে পেয়ে থাকেন। আর টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি এক একটা ম্যাচের জন্য ১৫ লাখ টাকা করে পকেটে পুরে থাকেন।

সচিন-সেওয়াগদের আবার খেলাতে চলেছে BCCI! এখন থেকেই বাড়ছে উত্তেজনা

আইপিএল থেকে কত টাকা পান বিরাট?
আইপিএল টুর্নামেন্টে বিরাট কোহলি তাঁর প্রথম মরশুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলছেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এই মরশুমে বিরাটের ব্যাট থেকেই সবথেকে বেশি রান বেরিয়ে এসেছে। আইপিএল টুর্নামেন্টে RCB-র হয়ে এক একটা মরশুম খেলার জন্য কিং কোহলি ১৫ কোটি টাকা করে নিয়ে থাকেন।