দেশের জার্সিতে কবে ফিরবেন রো-কো জুটি? রইল বিস্তারিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল এক অদ্ভুত শূন্যতা। কারণ, আপাতত দেশের জার্সিতে আর এক দিনের ক্রিকেটে দেখা যাবে…

virat-kohli-rohit-sharma-odi-comeback-india-cricket

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হতেই ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল এক অদ্ভুত শূন্যতা। কারণ, আপাতত দেশের জার্সিতে আর এক দিনের ক্রিকেটে দেখা যাবে না বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে। রবিবার সিরিজের শেষ ম্যাচে খেলার পর আগামী অন্তত ছ’মাস ভারতের নীল জার্সিতে নামছেন না এই দুই তারকা ব্যাটার।

Advertisements

বিশ্বকাপের মঞ্চে ইডেনে এই দেশকে নেতৃত্ব দেবে প্ৰাক্তন হকি খেলোয়াড়!

   

নিউজিল্যান্ড সিরিজের পর ভারতের সামনে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ফেব্রুয়ারি থেকেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সেই পর্বে রোহিত ও কোহলির দেখা মিলবে না। আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু’জনই। বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল, যেখানে তাঁরা খেলবেন ঠিকই। কিন্তু ফ্র্যাঞ্চাইজির হয়ে, দেশের হয়ে নয়।

এর ফলে এক দিনের ক্রিকেটেই আপাতত সীমাবদ্ধ হয়ে গিয়েছে রোহিত-কোহলির আন্তর্জাতিক অধ্যায়। কিন্তু সমস্যা হল, ভারতের পরবর্তী এক দিনের সিরিজই নেই আগামী কয়েক মাস। বোর্ডের সূচি অনুযায়ী, ভারতের পরের নিশ্চিত এক দিনের সিরিজ জুলাই মাসে, ইংল্যান্ড সফরে। ১৪ জুলাই বার্মিংহ্যাম, ১৬ জুলাই কার্ডিফ ও ১৯ জুলাই লর্ডসে হবে তিনটি ম্যাচ। সেই সিরিজই আবার ভারতের জার্সিতে ফেরার সম্ভাবনা রয়েছে দুই তারকার। সব ঠিক থাকলে ১৭৬ দিন পর আবার আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলবেন রোহিত ও কোহলি।

যদিও শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরের আগে জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলতে পারে ভারত। তবে এই সিরিজ নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। যদি তা বাস্তবায়িত না হয়, তা হলে ইংল্যান্ড সিরিজই হবে প্রত্যাবর্তনের মঞ্চ। এর পর চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও এক দিনের সিরিজ রয়েছে ভারতের। সেখানেও খেলতে পারেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।

বিশ্বকাপে বাংলাদেশ না খেললে হবে শাস্তি! দৌড়ে এগিয়ে কোন দেশ?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে অবশ্য দু’জনের ছবি একেবারেই আলাদা। সিরিজ হারলেও ব্যাট হাতে নিজের ক্লাস প্রমাণ করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ৯৩, দ্বিতীয় ম্যাচে ২৩ এবং তৃতীয় ম্যাচে দুরন্ত ১২৪ রান। তিন ম্যাচে মোট ২৪০ রান করেছেন তিনি। অন্য দিকে রোহিত শর্মার ব্যাট ছিল নীরব। তিন ম্যাচে যথাক্রমে ২৬, ২৪ ও ১১ রান, মোটে ৬১।

ফলে এক দিনের ক্রিকেটে কোহলির জায়গা নিয়ে আপাতত কোনও প্রশ্ন না উঠলেও, রোহিতের ফর্ম নিয়ে চাপ যে বেড়েছে, তা মানছেন ক্রিকেট মহলের একাংশ। ছ’মাসের এই বিরতি কি নতুন করে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ দেবে ভারত অধিনায়ককে? উত্তর মিলবে সময়ের সঙ্গেই—হয়তো ইংল্যান্ডের মাটিতে, আবার ভারতের জার্সিতেই।

Advertisements