
রেকর্ড আর বিরাট কোহলি (Virat Kohli), দুই যেন এখন একে অপরেরই সমার্থক। দক্ষিণ আফ্রিকা সিরিজের এক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেই আবারও সুপারহিট ‘কিং কোহলি’। নতুন বছরের শুরুতেই ভেঙে ফেললেন শচীন তেণ্ডুলকরের ঐতিহাসিক রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে আরও একবার বুঝিয়ে দিলেন, ফর্ম সাময়িক হলেও ক্লাস চিরস্থায়ী।
বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের প্রস্তুতি? BCCI সঙ্গে বৈঠকে জয় শাহ
সেঞ্চুরি হাতছাড়া হয়েছে মাত্র ৭ রানের জন্য। কিন্তু ৯৩ রানের সেই ইনিংসই বিরাটের নামের পাশে যোগ করেছে একাধিক মাইলস্টোন। বরোদায় ম্যাচ শেষে পরিসংখ্যানই বলছে, এই ইনিংস শুধুই আরেকটি ভালো ব্যাটিং প্রদর্শন নয়—এটা ছিল ইতিহাস ছোঁয়ার গল্প। এদিন ম্যাচের মধ্য দিয়ে কোহলি খেললেন তাঁর ৩০৯তম ওয়ানডে। ভারতের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন ৩০৮টি ওয়ানডে, যদিও এশিয়া একাদশের হয়ে ধরলে তাঁর ম্যাচ সংখ্যা ৩১১। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞতার নিরিখেও কোহলি এখন অভিজাত তালিকায়।
এদিন মাত্র ২৫ রান করেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করেন বিরাট। এই নজির গড়তে গিয়ে পিছনে ফেলেছেন স্বয়ং শচীন তেণ্ডুলকরকে। এরপর ৪২ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যান শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারাকে, হয়ে ওঠেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
কলকাতা নয় ভারতেই বিকল্প ভ্যেনুতে খেলবে বাংলাদেশ? সিদ্ধান্ত জানাল BCB
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটার হিসেবে এখনও শচীনের নামই শীর্ষে। কিউয়িদের বিরুদ্ধে ৪১ ইনিংসে ১,৭৫০ রান করেছিলেন লিটল মাস্টার, গড় ছিল ৪৬.০৫। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতরান। রবিবার সেই রেকর্ড ভাঙতে কোহলির প্রয়োজন ছিল ৯৪ রান। কিন্তু ৯৩ রানে থেমে যেতে হয় তাঁকে। ফলে ৩৪ ইনিংসে তাঁর মোট রান দাঁড়াল ১,৭৪৯, শচীনের থেকে মাত্র এক রান দূরে।
তবে পরিসংখ্যান বলছে, এই এক রান দূরত্বও বেশিক্ষণ টিকবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি করেছিলেন ৩০২ রান, গড় ছিল ১০০-রও বেশি। ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৩ ইনিংসে তাঁর সংগ্রহ ৬৫১ রান, গড় ৬৫.১০, একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির।
এরপর বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচেই ১৩১ রানের বিধ্বংসী ইনিংস। গুজরাটের বিরুদ্ধে খেলেছেন মাত্র ৬১ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস। সেই ধারাবাহিকতা বজায় রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। সেঞ্চুরি না পেলেও বার্তা পরিষ্কার, বিরাট কোহলি এখনও থামেননি। রেকর্ডের খাতা উল্টে দেওয়ার কাজটা তিনি কেবল সময়ের অপেক্ষায় রাখছেন।
Virat Kohli breaks Sangakkara’s record to become second-highest run scorer in international cricket
Read more: https://t.co/l0EY8PNUia#lka #srilanka #adaderana #news #lanka #SriLankaNews #SriLanka #India #ViratKohli𓃵 #INDvNZ pic.twitter.com/NLdFjKcFvt
— Ada Derana (@adaderana) January 11, 2026










