পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট

virat-kohli-odi-dominance-over-rohit-sharma

এক দিনের ক্রিকেটে আবারও রাজত্ব ফিরল বিরাট কোহলির (Virat Kohli)। প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি, সরিয়ে দিলেন সতীর্থ রোহিত শর্মাকে। এই প্রেক্ষিতেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফের মন্তব্য নতুন করে আলোচনায়, ওয়ানডে ক্রিকেটে রোহিতের থেকে কেন এগিয়ে বিরাট?

Advertisements

রঞ্জিতে এই তারকা ছাড়াই ২২ গজে নামছে বঙ্গ ব্রিগেড

   

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের আগে প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৭৮৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন কোহলি। রোহিত নেমে গিয়েছেন তিন নম্বরে (৭৭৫ পয়েন্ট), মাঝখানে রয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল (৭৮৪)। আগের ম্যাচে কোহলির ৯৩ রানের ইনিংস এবং রোহিতের ব্যর্থতাই এই স্থানবদলের অন্যতম কারণ।

দুরন্ত ফর্মেই প্রত্যাবর্তন

২০২১ সালের ২ এপ্রিল ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন কোহলি। দীর্ঘ বিরতি কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার এক দিনের ক্রিকেটে ফিরে কার্যত বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও, পরের সাতটি ওয়ানডেতে করেছেন ৬৭৭ রান, তিনটি শতরান ও চারটি অর্ধশতরান। গড় ১৩৫.৪, যা তাঁর সাম্প্রতিক ফর্মের স্পষ্ট প্রমাণ।

IND vs NZ : রাজকোটে টস হারল ভারত, ওয়াশিংটনের পরিবর্তে একাদশে এই তারকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ৩০২ রান, গড় ছিল ১০০-রও বেশি। ২০২৫ সালে এখনও পর্যন্ত ১৩ ইনিংসে ৬৫১ রান করে একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজিরও গড়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফি থেকে শুরু করে নিউ জিল্যান্ড সিরিজ, সব জায়গাতেই বজায় রেখেছেন ধারাবাহিকতা।

এই ধারাবাহিকতাকেই সামনে এনে কাইফ বলেছেন, ওয়ানডে ক্রিকেটে রোহিতের থেকে কোহলি এগিয়ে থাকার মূল কারণ তাঁর ‘কনভার্সন রেট’। ইউটিউব চ্যানেলে কাইফের মন্তব্য, “বিরাট শুরুটা ভালো করলে সেটাকে বড় রানে বদলে দিতে জানে। ৩০-৪০ রানে পৌঁছনো মানেই ও শেষ পর্যন্ত উইকেটে থেকে ম্যাচ জিতিয়ে ফেরে। এই ধারাবাহিকতাই ওকে আলাদা করে।”

পরিসংখ্যানও সেই কথাই বলছে। কোহলি ওয়ানডেতে ১৩০ বার ৫০ রানের গণ্ডি পেরিয়েছেন, যার মধ্যে ৫৩টি শতরান, কনভার্সন রেট ৪০.৭৬ শতাংশ। অন্যদিকে, রোহিতের ৯৪টি হাফসেঞ্চুরির মধ্যে শতরান ৩৩টি, কনভার্সন রেট ৩৫.১০ শতাংশ।

কাইফ আরও উল্লেখ করেছেন কোহলির মানসিক দৃঢ়তার কথা। প্রথম ওয়ানডেতে ৯০-এর ঘরে আউট হওয়ার পর কোহলির চোখেমুখে হতাশা স্পষ্ট ছিল। কাইফ বলেন, “এতেই বোঝা যায়, দলের প্রতি ও কতটা একাগ্র।” শেষ পাঁচ ম্যাচে কোহলি করেছেন ৪৬৯ রান, দুটি শতরান ও তিনটি অর্ধশতরান। এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে আবার এক দিনের ক্রিকেটের মসনদে বসিয়েছে।

T20 World Cup: ভেন্যু বদলের অনুরোধে সাড়া দিল না আইসিসি, অবস্থান বদলায়নি বাংলাদেশ

২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না? প্রশ্নে এখনও ধোঁয়াশা থাকলেও, ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক স্পষ্ট করে দিয়েছেন, রোহিত ও কোহলি দু’জনেই দলের পরিকল্পনায় রয়েছেন। তবে বর্তমান ফর্ম, পরিসংখ্যান এবং কনভার্সন রেটের বিচারে আপাতত ওয়ানডে ক্রিকেটে পাল্লা ভারী বিরাট কোহলির দিকেই। এমনটাই মত ক্রিকেটমহলের একাংশের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements