ইন্দোরের লড়াইয়ের আগে ‘আধ্যাত্মিক’ বিরাট! সঙ্গী তারকা স্পিনার

ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে আধ্যাত্মিক আবহে নিজেকে মেলে ধরলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার উজ্জয়িনীর ঐতিহ্যবাহী শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা…

virat-kohli-mahakaleshwar-temple-visit-before-india-vs-newzealand-series-decider

ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে আধ্যাত্মিক আবহে নিজেকে মেলে ধরলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার উজ্জয়িনীর ঐতিহ্যবাহী শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গেল ভারতীয় দলের তারকা ব্যাটারকে। তাঁর কণ্ঠে ধ্বনিত হল, ‘জয় শ্রী মহাকাল’। সঙ্গে ছিলেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদবও।

Advertisements

অনুশীলনে এসে মিগুয়েলের সান্নিধ্য পেলেন লাল-হলুদের ছোট্ট রিদীপ

   

সিরিজ এখন ১-১ সমতায়। ফলে রবিবারের ম্যাচ কার্যত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কোহলির এই মন্দির দর্শন নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর বদলে যাওয়া জীবনেরই প্রতিফলন। একসময় যিনি প্রকাশ্যেই স্বীকার করেছিলেন ‘পূজাপাঠে’ তাঁর বিশেষ আগ্রহ ছিল না। আজ তিনি যেখানেই ম্যাচ খেলতে যান, সেখানকার মন্দিরে গিয়ে প্রণাম জানান।

শনিবার নিরাপত্তারক্ষী ও সেবায়তদের সঙ্গে মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন কোহলি। কপালে হলুদ প্রলেপ, মুখে শান্ত আত্মবিশ্বাস। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির শিপ্রা নদীর তীরে অবস্থিত। ভোরের ভস্মারতির জন্য বিশ্বখ্যাত মহাকালেশ্বর ধামে সেই সময়েই উপস্থিত ছিলেন কোহলি। মন্দিরের ভজনে অংশ নেন তিনি ও কুলদীপ যাদব। শেষে গর্ভগৃহের সামনে মাথানত করে প্রণাম, সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল সেই ছবি ও ভিডিও।

দেশেই টাইগারদের নিরাপত্তা দিতে ব্যর্থ বোর্ড, ভারতের নিরাপত্তা প্রশ্নে চুপ BCB!

ক্রিকেটের মাঠে কোহলি এখন রানের মধ্যে। প্রথম এক দিনের ম্যাচে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরাও হন। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাসেনি তাঁর, ভারতও হেরে যায়। তাই নির্ণায়ক ম্যাচে আবারও কোহলির দিকেই তাকিয়ে দেশ। দীর্ঘ অভিজ্ঞতা আর বর্তমান ফর্ম দু’য়ের মেলবন্ধনে ভারতের জয়ের সবচেয়ে বড় ভরসা তিনিই।

গত কয়েক বছরে কোহলির ঈশ্বরভক্তি নতুন নয়। লন্ডনে পরিবার নিয়ে স্থায়ী হলেও, দেশে ফিরলেই তাঁর যাত্রাপথে থাকে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রম। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। তার আগেও ভাইজ্যাগের সিংহচলমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে দর্শন করেছেন।

উল্লেখযোগ্যভাবে, কোহলির এক দিন আগেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন ভারতের কোচ গৌতম গম্ভীর। পুজো শেষে গম্ভীর বলেছিলেন, “এখানকার ব্যবস্থাপনা অসাধারণ। ভালোভাবে দর্শন করেছি। দল জয়ে ফিরবে, আমি আত্মবিশ্বাসী।”

Advertisements