Virat Kohli: বিশ ওভারের বিশ্বকাপ থেকে কি বাদ পড়বেন কোহলি

বিশ ওভারের ফরম্যাটে কি তবে শেষ হতে চলেছে কোহলি ম্যাজিক ? একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, নির্বাচকরা বিরাট কোহলিকে বিশ…

Virat Kohli

short-samachar

বিশ ওভারের ফরম্যাটে কি তবে শেষ হতে চলেছে কোহলি ম্যাজিক ? একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, নির্বাচকরা বিরাট কোহলিকে বিশ ওভারের বিশ্বকাপে দলে না রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন।

   

প্রসঙ্গত এই বছর বিশ ওভারের বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে
ওয়েস্ট ইন্ডিস এবং আমেরিকার মাঠে। আগামী জুন মাসের শেষ থেকে শুরু হতে চলেছে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে যে সেইখানর ক্রিকেট পিচ স্লো, যা বিরাট কোহলির খেলার পক্ষে উপযুক্ত নয়। এখানেই শেষ নয়, নির্বাচকদের নজরে রয়েছে তরুণ তুর্কিরা।

কোহলি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিশ ওভারের ফরম্যাটে সর্বাধিক রান করার তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন। শুধু তাই নয়, বিশ ওভারের বিশ্বকাপে তাঁর রান সর্বাধিক। তবে তিনি দীর্ঘদিন ক্রিকেটের এই ছোট ফরম্যাটের বাইরে। তাই তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের অন্য একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে কেএলরাহুল এবং যশশ্বী জয়সওয়াল দলে থাকতে পারেন। এছাড়াও ঈশান কিষনের নামও ভেসে আসছে।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ ইরফান বলেছেন, ” বিরাট কোহলি ছাড়া দল নির্বাচন করা ঠিক নয় কারণ তিনি একজন বিরাট ব্যাটসম্যান।” অন্যদিকে ইংল্যান্ডের প্রাক্তন বোলার স্টুয়ার্ড ব্রড টুইট করেছেন, ” এটা হতে পারে না। তিনি নিশ্চয় দলে থাকবেন। ”