Virat Kohli : ৪০০ কোটি টাকার ধাক্কা বিরাট কোহলির !

২০২১-এ তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য হয়েছেন। এখন আইপিএলেও তিনি আর ক্যাপ্টেন নন। তিন বছর হল বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরি নেই। এতো ছিল মাঠের…

Virat Kohli scored 45 runs in the 100th match

২০২১-এ তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য হয়েছেন। এখন আইপিএলেও তিনি আর ক্যাপ্টেন নন। তিন বছর হল বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরি নেই। এতো ছিল মাঠের ভিতরের খবর। তবে এবার মাঠের বাইরেও কোহলিকে সমস্যায় পড়তে হচ্ছে। প্রভাব পড়ছে কোহলির উপার্জনে।

জানা গেছে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালুতে বড় পতন হয়েছে। ২০২০ সালে তাঁর আয় ছিল ১৮০০ কোটি টাকা। ডাফ এবং ফেল্পসের রিপোর্ট অনুযায়ী, কোহলির আয় ২০২১ সালে ৪০০ কোটি টাকা কমে ১৪০০ কোটি টাকা হয়েছে। সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২১-এ উপার্জনের নিরিখে যদিও কোহলি এখনও শীর্ষে রয়েছেন। শীর্ষ দশে তিনি ছাড়াও রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। ধোনিও এবার আইপিএলে খেলছেন ক্রিকেটার হিসেবে। সিএসকে-র অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ২০ নম্বরে রয়েছেন। তাঁর আয় হয়েছে প্রায় ১৬৬ কোটি টাকা। সম্প্রতি সুইস ওপেনের শিরোপা জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

   

প্রসঙ্গত, চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা। সেখানে ভাল পারফরম্যান্স করলে নিজের ব্র্যান্ড ভ্যালু হয়তো ফায়ার পাবেন কিং কোহলি।