
দুই দশকের কেরিয়ার পেরিয়ে গেলেও তাঁদের ব্যাটে এখনো আগের মতোই আগুন। বয়স বাড়ছে, তাল কাটছে না। প্রশ্ন উঠছে ২০২৭ বিশ্বকাপে তাঁদের দেখা যাবে তো? কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজ যেন সেই প্রশ্নের সহজ ও স্পষ্ট উত্তর, ‘হ্যাঁ, এখনও রো-কো (Virat Kohli) যুগলবন্দিই ভারতীয় ব্যাটিংয়ের শেষ কথা।’
নিলামে এই ক্রিকেটারদের দলে টানতে পরিকল্পনায় ব্যস্ত CSK!
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শেষের পর বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং বলছে, তালিকার প্রথম দু’টি স্থান এখন ভারতের দুই মহারথীর দখলে। এক নম্বরে রোহিত শর্মা, ঠিক তার পিছনেই লাল-কালো অঙ্কিত ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বিরাট কোহলি। অর্থাৎ, ওয়ানডে র্যাঙ্কিংয়ের ‘টপ–টু’ এখন একেবারে ভারতীয়দের নিজস্ব এলাকা।
দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির আগুনে ফর্ম
রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে মোট ৩০২ রান। সিরিজে দুটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি; গড় ১০০ বেশি। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর একটু প্রতিদ্বন্দ্বিতা দেখালে হয়তো সেঞ্চুরির হ্যাটট্রিকও হয়ে যেত। এই দুর্ধর্ষ ফর্মই তাঁকে র্যাঙ্কিংয়ে দু’ধাপ উপরে তুলে এনেছে, চার থেকে সোজা দুইয়ে।
অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিততে না পারলেও রোহিত ছিলেন সিরিজ সেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান না পেলেও তাঁর ব্যাট ছিল ধারালো। এখন তাঁর নামের পাশে রয়েছে ৭৮১ রেটিং পয়েন্ট, তাঁকে রাখছে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার হিসেবে। বন্ধু কোহলি যে দ্রুতগতিতে পিছন থেকে এগিয়ে আসছেন, তা অবশ্য এই প্রতিদ্বন্দ্বিতাকে দিচ্ছে আলাদা মাত্রা।
Quality performances across formats have translated into fresh gains in the latest ICC Men’s Player Rankings 💪
Read more 👇https://t.co/NePL14NTcD
— ICC (@ICC) December 10, 2025
প্রথম দশে আরও দুই ভারতীয়
শুধু রোহিত–কোহলিই নন, ভারতীয় ব্যাটিং প্রতিভার ছটা দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ের প্রথম দশেও।
৫ নম্বরে শুভমন গিল – ৭২৩ রেটিং পয়েন্ট (চোটের কারণে সাম্প্রতিক সিরিজে ছিলেন না)
১০ নম্বরে শ্রেয়স আইয়ার – ৬৫৯ রেটিং পয়েন্ট
অন্যদিকে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতানো কেএল রাহুল দু’ধাপ উঠে এখন ১২ নম্বরে।
বিদেশি তারকারাও লড়াইয়ে
৩ নম্বরে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল – ৭৬৬
৪ নম্বরে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান – ৭৬৪
৬ নম্বরে বাবর আজম – ৭২২
৭ নম্বরে হ্যারি টেক্টর – ৭০৮
৮ নম্বরে শাই হোপ – ৭০১
দিল্লির ‘রানমেশিন’ আর মুম্বইয়ের ‘হিটম্যান’ অনেকটা পথ হাঁটলেও এখনও থামার প্রশ্ন নেই দুজনের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ যেন আবারও প্রমাণ করে দিল, আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ মঞ্চে ভারতীয় ব্যাটসম্যানদের আধিপত্য এখনো দৃঢ়। আইসিসি র্যাঙ্কিং বলছে রোহিত ও কোহলি শুধু কিংবদন্তি নন। এখনো তারা সমসাময়িক ক্রিকেটের সবচেয়ে ধারালো অস্ত্র।










