HomeSports News‘এই দিনটা কল্পনাতেও ...’ ১৮ বছরের স্বপ্নপূরণ করে আবেগঘন কোহলি

‘এই দিনটা কল্পনাতেও …’ ১৮ বছরের স্বপ্নপূরণ করে আবেগঘন কোহলি

- Advertisement -

শেষমেশ স্বপ্ন হল সত্যি। ১৮ বছর ধরে যেটার জন্য লড়াই, কষ্ট, আবেগ আর প্রতিজ্ঞা ছিল, সেটাই সত্যি হলো ২০২৫ সালের আইপিএলে (IPL 2025 Final) । রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতে নিলো। একইসঙ্গে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আরসিবি ছুঁলো স্বপ্নের সীমানা।

এই জয়ের নেতৃত্বে ছিলেন রজত পাতিদার, তবে আবেগের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। আরসিবির হয়ে ১৮ বছর ধরে খেলে যাওয়া এই কিংবদন্তি ব্যাটসম্যান ম্যাচ শেষে চোখের জলে ভাসলেন, যেন একটা দুঃস্বপ্নের শেষ হয়েছে।

   

কোহলি বলেন, “আমি প্রতিটা মরসুমে এই ট্রফিটা জিততে চেয়েছি। প্রতি বছর নিজের সবটুকু দিয়ে দিয়েছি। আজকের দিনটা আসবে, কখনো ভাবিনি। যখন জয়টা নিশ্চিত হলো, তখন আবেগে ভেসে গেলাম।”

ভারতের হয়ে বিশ্বকাপ, দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন তিনি। আইপিএলে জিতেছেন দু’বার অরেঞ্জ ক্যাপ। তবু বলছেন, “এই ট্রফিটা অন্যরকম, আরসিবির হয়ে জেতার আনন্দটাই আলাদা।”

কোহলির এই জয় শুধু তার নিজের না, এটা লক্ষ লক্ষ আরসিবি ভক্তেরও জয়। তিনি বলেন, “আমি আমার তারুণ্য, সেরা সময়, অভিজ্ঞতা—সবই এই দলের জন্য উজাড় করে দিয়েছি। প্রতি বছর চেষ্টায় কোনো কমতি রাখিনি। আজকে যা পেলাম, সেটা শুধু আমাদের না, এটা আমাদের ভক্তদেরও প্রাপ্য।”

তিনি এদিন এ বি ডি ভিলিয়ার্সের কথাও স্মরণ করলেন। “যে কাজ এবি এই দলের জন্য করেছে, সেটা অবর্ণনীয়। আমি ওকে বলেছিলাম, ‘এই জয়টা তোরও, তুই না থেকেও আমাদের মাঝে আছিস’। ও চার বছর আগে অবসর নিয়েছে, কিন্তু তাও আজও ওর অবদান স্মরণীয়।”

এই জয় কোহলির জন্য শুধু একটি ট্রফি নয়। এটা তার একাগ্রতা, অধ্যবসায় এবং এক দলে দীর্ঘদিন থাকার পুরস্কার। তিনি বলেন, “আমি আরসিবির প্রতি সবসময় বিশ্বস্ত থেকেছি। মাঝে মাঝে অন্য জায়গায় যাওয়ার চিন্তা হয়েছিল, কিন্তু এই দলে থেকেই লড়াই করতে চেয়েছি। আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আত্মা বেঙ্গালুরুর সঙ্গে।”

তিনি আরও বলেন, “আজ রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারব। আমি ফিল্ডিংয়ে অবদান রেখেছি, নিজেকে সবসময় আরও ভালো করতে চাই। ঈশ্বর আমাকে প্রতিভা দিয়েছেন, আমি কেবল মাথা নিচু করে কঠোর পরিশ্রম করে গেছি।”

বিরাট কোহলি ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি শ্রদ্ধা পেতে চান, তাহলে নিজের হৃদয় আর আত্মা দিয়ে চেষ্টা করুন। সেটাই আপনাকে আসল সাফল্য এনে দেবে।”

এই জয় শুধু পুরুষ দলের না। গত বছর আরসিবির মহিলা দল প্রথমবারের মতো উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) জিতেছিল। এবার পুরুষ দলও সেই কীর্তি গড়ল। একটা দলের দুইটি ইউনিটই শিরোপাজয়ী — এটা ভক্তদের জন্য এক অনন্য উপহার।

আজকের রাতে বেঙ্গালুরু শহর উদযাপন করবে, রাস্তা জুড়ে লাল-কালো পতাকা উড়বে, আর কোটি কোটি ভক্তের মুখে শুধু একটাই কথা থাকবে “এইবার আরসিবি চ্যাম্পিয়ন!”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular